শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, জামিয়া কাসেমীয়া আশরাফুল উলুম ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, খতীবে বাংগাল আল্লামা জুনায়েদ আল হাবীব আজ চট্টগ্রামে কয়েকটি ইসলামী মহা সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, দেওবন্দী, কওমি উলামায়ে কেরাম ও কওমী মাদ্রাসা সমূহ দ্বীনের পাহারাদার। ত যখনই দ্বীন ও মুসলিম মিল্লাতের উপর কোন আক্রমন আসছে বা ইসলাম, মুসলমান, কোরআন, হাদীস, আল্লাহ ও রাসুল (সাঃ) সহ ইসলাম ও মুসলমানদের ইমান, আকিদা ও আমল নিয়ে কুটোক্তি করছে তখনই উলামায়ে দেওবন্দ ও কওমি মাদ্রাসা সমুহ তার পাহারাদারী করেছে।
তিনি আরো বলেন, বর্তমানেও পাহারাদারী চলছে সামনে পাহারাদারী চলবে, কুরআনের বিরুদ্ধে কেউ কোন কথা বললে, রাসুল সা. কে নিয়ে কোন কুটক্তি করলে কাউকে এদেশের ধর্মপ্রান জনতা ছেড়ে দিবে না।