বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
মিসরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার একটি মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়েছে। শুক্রবারের এ হামলায় আহত হয়েছেন আরো শতাধিক মুসল্লী। জুমার নামাজের পর এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রকট শব্দে বোমা বিস্ফোরণের পর পলায়নপর মুসল্লিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে জঙ্গিরা। (দৈনিক ইনকিলাব, ২৫ ই নভেম্বর,২০১৭ ইং)
এ কোন ইসলাম কায়েম করতে চায় সন্ত্রাসীরা? মসজিদে বোমা হামলা। হামলাকারীরা কি আসলেই মসলিম, নাকি ইসলামকে বদনাম করতে ক্রুসেডারদের ষড়যন্ত্র? এ সত্য হয়তো কোনদিনও মিডিয়ায় আসবে না।
হে আল্লাহ! হিফাযত কর। পুরো বিশ্বের মুসলিমদের এক ও নেক বানিয়ে দাও। আমীন।