শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Donate

মানবতার মুক্তির লক্ষ্যই আমাদের একমাত্র উদ্দেশ্য। সারা পৃথিবীর সকল মানুষ চলে আসুক হেদায়াতের ছায়াতলে। আপন রবকে চিনতে শিখুক ও জানতে পারুক এটাই আমাদের চাওয়া। ইসলাম সকলের ধর্ম, মুহাম্মাদ ﷺ সকল মানবজাতির নবী, কুরআন সকল মানুষের জন্য রহমত স্বরূপ ধর্মগ্রন্থ। চিরসত্য এই কথাগুলো ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে সকলের নিকট জিম্মাদারি হিসেবে দ্বায়িত্ব মনে করে পৌঁছে দিতে চাই।

Khutba TV একটি অলাভজনক, অরাজনৈতিক, সত্যের বাহক এবং পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী হযরত মুহাম্মদ ﷺ -এর পদাঙ্ক অনুসরণ করে মহান আল্লাহ পাকের মনোনীত দ্বীনকে দুনিয়ার সকলের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Default Ad Content Here

আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, নওমুসলিমদের আশ্রয় ও পূনর্বাস (দ্বীনি ইলম শিক্ষাদান ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান তৈরি, বিবাহ ও আর্থসামাজিক উন্নয়ন), ইসলামী তমদ্দুনের প্রসার, দ্বীনি ও দুনিয়াবি বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন ও আধুনিক প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে আহবান জানাতে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপমহাদেশের নন্দিত ইসলামিক চিন্তাবীদ, দাঈ, লেখক ও সংস্কারক মাওলানা কালীম সিদ্দিকী (হাফিঃ) এর দাওয়াতের নীতি ও পদ্ধতি অনুস্মরণ করে বাংলাদেশের প্রখ্যাত দাঈ মুফতি যুবায়ের আহমাদ (হাফিঃ) এর পরামর্শ ও প্রত্যক্ষ সহযোগীতায় আমরা সার্বিক কর্মকান্ড পরিচালনা করে থাকি শুধুমাত্র আল্লাহকে রাজী খুশী করার নিয়তে। এই মহৎ কার্যক্রম আরো বিস্তৃত ও গতিশীল করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে চায় Khutbah TV। সকলের পরামর্শ, উপদেশ, সহযোগিতা ও ভালবাসা আমাদের চলার পথে একান্ত কাম্য।

ব্যাংক হিসাব

Aminul Islam Aminul Islam

A/c No. 20502740203881204 Account no- 211 151 00 67539

Pallabi Branch,Dhaka Pallabi Branch,Dhaka

Islami Bank Bangladesh Limited Dutch Bangla Bank, Limited

01916122140 বিকাশ পার্সোনাল (whatsapp)

01916122140-8 রকেট

Archives

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031