শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ বাদ জোহর জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমোনাইতে শুরু হয়েছে অগ্রহায়নের তিন দিনব্যাপী মাহফিল৷ চরমোনাই পীর ও বাংলাদেন মুজাহিদ কমিটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়৷
মাহফিলে অবস্থানরত মুফতি দেলোয়ার হোসাইন সাকী মুঠোফোনে জানিয়েছেন, উদ্বোধনী বয়ানে পীর সাহেব আগত মুসল্লীদেরকে নিয়তের বিশুদ্ধতা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, সুন্নতের জযবা তৈরী, আত্মার পরিশুদ্ধির উপর গুরত্বারোপ করেন৷ মাহফিলে আসার পেছনে যেনো পার্থিব কোনো মাকসাদ না থাকে সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন৷
মুফতি সাকী আরো বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার ধর্মপ্রাণ মুসল্লী চরমোনাই ময়দানে উপস্থিত হয়েছেন৷ নির্ধারিত দুই মাঠ পূর্ণ হয়ে আগতরা এখন তৃতীয় মাঠে তাবু ফেলছেন৷