বুধবার, ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দাওয়াত ও তাবলিগের ৬ উসুল

খুৎবাঃ তাবলিগ জামাতের ছয়টি উসুল বা মূলনীতি রয়েছে। যে মূলনীতির ওপরই পরিচালিত হয় তাবলিগ জামাত। আসুন জেনে রাখি উসুলগুলো।

রাসুল সা. এর সাথে থেকে সাহাবারা মেহনত করে আমল করার কারণে ওনেক গুণে গুণান্বিত হইয়াছিল, ওই গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারলে দ্বীন ইসলামের ওপর চলা অতি সহজ।

গুণগুলো হচ্ছে, ১. কালিমা ২. নামাজ ৩. এলেম ও জিকির ৪. একরামুল মুসলিমিন ৫. সহি নিয়ত ৬. দাওয়াতে তাবলিগ।

১. কালিমা : লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

অর্থাৎ : আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হজরত মুহাম্মদ সা. আল্লাহ পাকের প্রেরিত রাসুল।
কালিমার উদ্দেশ্যে : আসমান জমিন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের বানানো মাখলুক। মহান আল্লাহ নির্দেশ ব্যতীত এই মাখলুক কিছুই করতে পারে না। আর মহান আল্লাহপাক এই মাখলুক ব্যতীত সব করতে পারেন।

কালিমার উপকারিতা : রাসুল সা. বলেছেন, যে ব্যক্তি কেয়ামতের দিন এমনভাবে আসবে যে, সে একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলেছে আল্লাহ পাক তার ওপর দোযখের আগুন হারাম করে দিবেন। বুখারি : ৬৪২৩

২. নামাজ : আল্লাহ তায়ালার কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করার উপায় হল, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমগুলোকে মুহাম্মদ সা. এর পদ্ধতিতে পুরা করা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ।
নামাজের উপকারিতা : আল্লাহপাক এরশাদ করেন, নিশ্চয় নামাজ নির্লজ্জা ও অশোভনীয় কাজ থেকে বিরত রাখে। সুরা আনকাবুত : ৪৫

৩. এলেম ও জিকির : আল্লাহ তায়ালার কাছ থেকে সরাসরি ফায়দা হাসিল করার জন্য আল্লাহ পাকের হুকুমকে হজরত মুহাম্মদ সা. এর তরিকায় পালন করার উদ্দেশ্যে এলেম হাসিল করা। অর্থাৎ এ বিষয়ে যাচাই করা যে, আল্লাহপাক বর্তমান অবস্থায় আমার কাছে কী চাইছে।

উপকারিতা : আল্লাহ বলেন, আপনার ওপর কিতাব ও জ্ঞানের বিষয় নাজিল করেছেন এবং আপনাকে এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না, আর আপনার প্রতি অসীম অনুগ্রহ রয়েছে। সুরা নিসা : ১১৪

৪. একরামুল মুসলিমিন : বান্দাদের সঙ্গে সম্পর্কিত আল্লাহ পাকের হুকুমকে রাসুল সা. এর তরিকায় পালন করা এবং তাতে মুসলমানদের সম্মানের প্রতি খেয়াল রাখা।

রাসুল সা. এরশাদ করেন, যে বান্দা আল্লাহ পাকের জন্য কোনো মানুষকে মহব্বত করল, সে আপন মহান রবকে সম্মান করল। মুসনাদে আহমেদ : ২৫৯

৫. ছহি নিয়ত : আল্লাহ তায়ালার হুকুমকে একমাত্র আল্লাহ তায়ালার জন্য পালন করা।
উপকারিতা : রাসুল সা. বলেছেন, মানুষ যখন সওয়াবের নিয়তে আপন পরিবারের ওপর খরচ করে এই খরচ করার ওপর সে সদকার সওয়াব পায়। বুখারি : ৫৫

৬. দাওয়াতে তাবলিগ : নিজের বিশ্বাস ও আমলকে সহিহ করা এবং মানুষকে সহিহ বিশ্বাস ও আমলের ওপর আনার জন্য রাসুল সা. এর তরিকাকে সমস্ত দুনিয়ায় চালু করার চেষ্টা করা।

উপকারিতা : রাসুল সা.কে বলা হয়েছে, আপনি বলে দিন, আমার রাস্তা তো এটাই যে, আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে আল্লাহ পাকের দিকে দাওয়াত দিই, এবং যারা আমার অনুসারী তারাও (আল্লাহ পাকের দিকে দাওয়াত দেন)। সুরা ইউসুফ : ১০৮

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031