শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
হযরত ইমাম গাযালী রহ. বলেছেন, একটি নামাযে প্রায় একশ নিয়াত করা যায়। যেহেতু হাদিসের মাঝে আছে, ‘ইন্নামাল আ’মালু বিন্নিয়্যাত’ অর্থাৎ, সকল আমল নিয়াতের ওপর নির্ভরশীল, তাই যার নিয়াত যত শুদ্ধ এবং বেশি হবে, তার সাওয়াবও বেশি হবে।
তাই আসুন! আমরা যারা মাহফিলে যাচ্ছি, আমাদের নিয়াত সঠিক করে নি এবং অধিক পরিমাণে নিয়াত করি।
★যে নিয়াতগুলো আমরা করতে পারি-
(১) আল্লাহকে পাওয়ার জন্য।
(২) আত্মশুদ্ধি অর্জনের জন্য।
(৩) গুনাহ মাফ করানোর জন্য।
(৪) হক্কানী উলামায়ে কিরাম ও পীর মাশায়েখদের সাথে সাক্ষাতের জন্য।
(৫) নফস শয়তান ও তাগুতের বিরুদ্ধে জিহাদের দীক্ষা নেওয়ার জন্য।
(৬) দীনি আলোচনা শুনার জন্য।
(৭) (মাহফিল চলাকালীন সময়ে) বিশ্বের সবচেয়ে বড় নামাযের জামাতে অংশগ্রহণ করার জন্য।
★যে নিয়াতগুলো করবোনা-
(১) ব্যবসার জন্য নয়।
(২) লোক দেখানোর জন্য নয়।
(৩) লোক দেখার জন্য নয়। (কি পরিমাণ লোক এসেছে)
(৪) ভ্রমণের জন্য নয়।
(৫) পার্থিব কোন উদ্দেশ্য অর্জনের জন্য নয়।
আল্লাহ্ আমাদেরকে কবুল করেন। আমিন