রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

বিক্ষোভে সারাদেশ উত্তাল, আল আকসা মুসলমানদের ছিল থাকবে

news-image

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে আজ জুমা বাদ সারা দেশে জেরুসালেম ইস্যুতে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। মিছিলে ইসলামি দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষ শরীক হয়েছেন।

শুক্রবার বাদ জুমা হেফাজত ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তরগেটে সমাবেশ শুরু হয়। এতে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

Default Ad Content Here

নামাজের পরপরই বায়তুল মোকাররমের আশপাশে বিপুল পরিমাণ মানুষকে জড়ো হতো দেখা যায়। তাদের কণ্ঠে ছিল ‘ট্রাম্পের ঘোষণা মানি না মানবনা’, জেরুজালেম ফিলিস্তিনের, ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান।

বায়তুল মোকাররমে অবস্থান করছেন আওয়ার ইসলামের প্রতিনিধি মুহাম্মদ তারিক জামিল। টেলিফোনে তিনি জানান, ১৩ ডিসেম্বর আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে হেফাজত ঢাকা মহানগর। বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর পরই ব্যানার নিয়ে নেতা কর্মীরা দাঁড়িয়ে যান। সেখানে একের পর এক বক্তব্য রাখেন হেফাজতের নেতৃবৃন্দ।

হাটহাজারীতে বিক্ষোভ

হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী শাখার উদ্যোগে বাদ জুমা বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখানে হাজারও ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ট্রামের হটকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। তারা জেরুসালেম নিয়ে ট্রাম্পের বিতর্কিত এক তরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। সেই সাথে এমন সিদ্ধান্তের চূড়ান্ত জবাব মুসলিম বিশ্ব দেবে বলেও জানান।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দীন প্রমখু।

এদিকে একই দাবিতে বায়তুল মোকাররমের উত্তরে ভিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলফত মজলিস ঢাকা মহানগরী। বাদ জুমা নেতাকর্মীদের একটি মিছিল পল্টন ও তার আশপাশে প্রদক্ষিণ করে।

 

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে একই স্থানে মিছিল করতে দেখা গেছে।

Archives

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031