শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
খুৎবাঃ সিলেটের জৈন্তাপুরে কওমী মাদ্রাসা ছাত্রের হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জোর আবেদন জানাচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে আসছে বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা আটরশী পীর এত সাহস কই পাইলো আমি পরিষ্কার ভাষায় বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সেইদিন বলেছিলেন কওমীর ছাত্র রা দেশের রত্ন ভান্ডার আজ সেই রত্নকে হত্যা করা হল আপনার কোন বক্তব্য নেই কেন জবাব চাই।
বৃহস্পতিবারের আগে আসামীদের গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার থেকে মাঠে নামব আমরা
সকলকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি ____ আল্লামা মামুনুল হক _ কেন্দ্রীয় সভাপতি খেলাফত যুব মজলিস
গত কাল বিকালে মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
বি দ্র: আজকে সিলেট যাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব।সিলেটে আজকে আট রশির বিরুদ্ধে কড়া হুংকার চাড়বেন এবং এটাই সত্য বাংলার জমিন থেকে ভন্ড সন্ত্রাসী আটরশিসহ সকল পীর মাজার উৎখাত করতে হবেই হবে।
সারা বাংলাদেশ আজ মামুনুল হকের সাথে আছেন। ইনশাআল্লাহ!
এখন আমার ভাষায়ে আমি শুদু বলতে চাই। যে পীরের দাড়ি নাই, সে আবার কেমনে পীর হয়।তাহলে শয়তানও তাদের চাইতে বড় পীর আমার মনে হয়।
আটরশি, চন্দ্রপাড়াসহ সারা বাংলার ভন্ড পীর মাজার এবার উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ।