শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা শিবিরে ১০০দিন ! মমতার বন্ধন থেকে নাড়ির বাঁধন !! 

রোহিঙ্গা শিবিরে ১০০দিন!
মমতার বন্ধন থেকে নাড়ির বাঁধন!!

Default Ad Content Here

আল্লামা মামুনুল হক 

————————————————–
কুতুপালং ৷ বিশ্বব্যপি পরিচিত একটি নাম ৷ দুর্গত মানুষের আশ্রয়স্থল হিসাবে যা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ইতিহাসে ৷ ছোট বড় অনেক পাহাড়ে গড়ে ওঠা এই কুতুপালংয়ের সাথে জড়িয়ে গেছে আমাদের অনেক স্মৃতি, অনেক হাসি আর কান্নার অবিমিশ্র অনুভূতি ৷ মঘদস্যুদের বর্বর নির্যাতনের মুখে আরাকান থেকে সাম্প্রতিক হিজরত করে আসা ছয় লক্ষাধিক রোহিঙ্গা মুসলিমের বৃহৎ অংশটিই আশ্রয় নিয়েছে কুতুপালংয়ের পাহাড়ে পাহাড়ে ৷ এই কুতুপালংয়ের ভেতর দিকে অবস্থিত মধুরছড়া ৷ মধুরছড়াতেই স্থাপিত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের স্বেচ্ছাসেবক ক্যাম্প ৷ ১২ই সেপ্টেম্বর’১৭ থেকে বিক্ষিপ্ত কিছু কাজ করার ৫ দিন পর ১৭ই সেপ্টেম্বর’১৭ মধুর ছড়ার খালপাড়ে শুরু হয় যুব মজলিসের কার্যক্রম ৷

ফিরে দেখা অতীত!
পাহাড়ী খাল ৷ বুক পর্যন্ত পানি ৷ সেই পানি পেরিয়েই নবাগত রোহিঙ্গা মুহাজিররা ছুটতে থাকে মাথা গুঁজবার একটু আশ্রয়ের সন্ধানে ৷ জীবন বাঁচানোর তাগিদে এ ছাড়া কোনো উপায় যে ছিল না তাদের ৷ যুব মজলিসের স্বেচ্ছাসেবক দল সেই দুঃসহ কষ্ট লাঘবে সর্ব প্রথম সেখানে একটা বাঁশের সাঁকো তৈরির মাধ্যমে শুরু করে কাজ ৷ ছোট্ট একটা মসজিদঘরসহ ক্যাম্প স্থাপন করে খালপারের পাহাড়ে ৷ এরপর সেই ক্যাম্প থেকে দূর্গত মানুষের সেবায় ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ৷ ভিটেমাটি ছেড়ে আসা অসহায় মুহাজিরদের সেবায় ছুটতে থাকে অহর্ণিশ ৷ প্রতিটি প্রয়োজনে সাধ্যের সবটুকু দিয়ে তাদের পাশে দাড়ায় ৷ এভাবেই কুতুপালং-মধুরছড়া এলাকায় মুহাজিরদের আস্থা ও ভালোবাসায় পরিণত হয় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৷ তৈরি হয় হিজরত-নুসরত মমতার বন্ধন ৷ দিন যায় ৷ রাত আসে ৷ সময় গড়াতে থাকে তার আপন গতিতে ৷ সবার অলক্ষেই মমতার বন্ধন কখন যেন হয়ে যায় নাড়ির বাঁধন ৷ রোহিঙ্গা মুহাজির আর যুব মজলিস যেন এখন এক পরিবার ৷ সুখ-দুঃখ, হাসি আর কান্নায় তারা পরম আপন ৷
এ ভালোবাসা টিকে থাক একাল থেকে পরকাল ৷ কাল থেকে কালান্তর ৷ রোহিঙ্গা মুহাজির ক্যাম্পে বাংলাদেশ খেলাফত যুব মজলিস পরিবেশিত খেদমতের শততম দিবসে রাব্বে কারীমের দরবারে এই কামনা ৷ ঈমানী এ পথ চলতে দেশ-বিদেশের মানবদরদী যে সকল ভাই-বোনেরা যুব মজলিসের হাতে তুলে দিয়েছেন সাহায্যের অর্থ ও উপকরণ, তাদের জন্যও সমীমুল ক্বলবের দুয়া-জাযাহুমুল্লাহু আহসানালজাযা ৷

https://www.facebook.com/jubomajlis/videos/1499788676795726/

Archives

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930