রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
Admin | ৪,৪৬৬ views | আগস্ট ৫, ২০১৭ | সিরাতে মুস্তফা (সঃ) | No | ৯:৫৮ অপরাহ্ণ |
নিযার ইবনে মা’আদের ঔরসে তিনটি পুত্র জন্মগ্রহণকরে : মুদার, রাবিয়া ও আনমার।[১০. ইবনে হিশাম চতুর্থ সন্তান হিসেবে উল্লেখ করেছেন ‘ইয়াদ’কে।]
মুদারের দুই পুত্র : ইলিয়াস ও আইলান
ইলিয়াসের তিন পুত্র : মুদরাকা, তাবেখা, কামা’আ
মুদরাকার দুই পুত্র : খুযাইমা, হুযাইল
খুইযামার চার পুত্র : কিনানা, আসাদ, ইসদাহ ও আল হাউন
কিনানার চার পুত্র : নাদার১১, মালেক, আবদমানাহ, মিলকান
নাদারের দুই পুত্র : মালেক ও ইয়খলুদ
মেিলকের এক পুত্র : ফিহির
ফিহিরের চার পুত্র : গালেব, মুহারিব, হারেস, আসাদ
গালেবের দুই পুত্র : লুয়াই, তাইম
লুয়অইয়ের চার পুত্র : কা’ব, আমের উসামা, ই্ফ
কা’বের তিন পুত্র : র্মুরা, আদী, হুছাইছ
র্মুরার তিন পুত্র : কিলাব, তাইম, ইযাকযাহ
কিলাবের দুই পুত্র : কুসই, যুহরাহ
কুসাই-এর চার পুত্র : আবদ মানাফ, আবদুদ-দার, আবদুল উযযা, আবদ কুসাই
আবদ মানাফের চার পুত্র : হাশিম, আবদ শামস, মুত্তালিব, নাওফেল
ইবনে হিশাম বলেন,
“আবদুল মুত্তালিব ইবনে হাশিমের ঔরসে দশ পুত্র ও ছয় কন্যা জন্মগ্রহণ করেন। পুত্ররা হলেনঃ আল-’আব্বাস, হামযা, ’আবদুল্লাহ, আবুতালিব, যুবায়ের, হারেস,
১১.ইবনে হিশামের মতে নাদারের অপর নাম কুরাইশ। তার বংশধরই কুরাইশী বলে খ্যাত। তার বংশোদ্ভূত না হলে কাউকে কুরাইশী বলা চলে না। অন্যেরা বলেন ফিহির ইবনে মালিকের নাম কুরাইশ।
হাজলা, মুকাওয়েম, দিরা, আবু লাহাব (প্রকৃত নাম আবদুল উয্যা)। কন্যাগণ হলেনঃ সাফিয়া, উম্মে হাকিম আল বায়দা, আতিকা, উমায়মা, আরওয়া, বাররাহ।”
আবদুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহর ঔরসে এবং ওয়াহাবের কন্যা আমিনার গর্ভে জন্ম গ্রহণ করেন আদমের (আ) শ্রেষ্ঠতম সন্তান মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব। আল্লাহ তাঁর পরিবার পরিজনদের প্রতি অশেষ শান্তি, রহমত ও বরকত নাযিল করুন।
মাতার দিক থেকে তাঁর বংশ পরম্পরা নিম্নরূপ:
আমিনা বিনতে ওয়াহাব ইবনে আবদ মানাফ ইবনে যুহরাহ ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কা’ব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফিহির ইবনে নাদার। আমিনার মাতা বারা বিনতে আবদুল উয্যা ইবনে উসমান ইবনে ‘আবদুদ-দার ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফিহির ইবনে মালেক ইবনে নাদার।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদমের (আ) সন্তানদের মধ্যে পিতৃ মাতৃ উভয় কূলের দিক থেকে সম্ভ্রান্ততম, শ্রেষ্ঠতম, উচ্চতম ও মহত্তম।
এক ক্লিকে