সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

আপনি কি রোহিঙ্গাদের সাহায্য করতে চান ? মনোযোগ দিয়ে লেখাটি পড়ুন

বিশেষ পরামর্শ!!

ত্রান দেয়ার জন্য যারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তাদের জন্য বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ:-

Default Ad Content Here

(1) ত্রানবাহী গাড়ী গুলো চট্টগ্রাম থেকে কক্সবাজার ঢোকার আগে লিংক রোড দিয়ে না গিয়ে কলাতলি বীচের সামনে দিয়ে মেরিন ড্রাইভ রোড দিয়ে উখিয়া টেকনাফের দিকে গেলে ঝামেলা কম হবে।

(2) নতুন করে আসা রোহিঙ্গারা খুবই লাজুক এবং ভদ্র।
আমরা যখন নগদ টাকা বিতরণ করেছি নতুন রোহিংগাদের কে খুব বেশি হাত পাততে দেখি নি, বরং আমাদের বাংলাদেশী ভূয়া রোহিংগা ও পুরাতন
রহিংগারা ত্রানের জন্য বেশী জামেলা সৃষ্টি করে! সুতারাং ত্রান দেওয়ার সময় প্রকৃত রোহিঙ্গাদের কে ভালো ভাবে চিহ্নিত করুন।

(3) যারা ত্রান (খাদ্য) দিতে যাবেন টোকেনসিস্টেম করুন! টোকেনে একটা সিল মেরে।
সিরিয়াল নাম্বার দিন!
আগে ক্যাম্পের ভিতরে গিয়ে প্রতি ফ্যামেলীর এক জনকে একটা টোকেন দিন!
টোকেন দিয়ে বলে দিবেন আমরা অমুক স্কুল/ মাদরাসা/ মসজিদে মাঠে অমুক টাইমে বিতরণ করবো।
তারপর হাত থেকে টোকেন নিয়ে ত্রানের প্যাকেট দিন! না হলে শৃংখলা বজায় রাখতে পারবেন না, তখন আপনার ত্রান দেয়াটা ব্যার্থ হতে পারে!

(4) ত্রানের চেয়ে নগদ টাকা দেয়ার প্রতি বেশী গুরুত্ব দিন! নগদ টাকা দিলে যার যার চাহিদা অনুযায়ী জিনিসপত্র কিনতে পারবে। ক্যাম্পের ভিতরে গিয়ে প্রতি জুপডি ঘরের এক জনের হাতে টাকা দিন!
নবজাতক বাচ্চা, খুব বেশী বৃদ্ধ, যাদের স্বামীকে মেরে ফেলেছে, যে বাচ্চাদের মা-বাবা নেই, দেখে দেখে এরকম মানুষদের অগ্রাধিকার দিন!

(5) মেডিকেল ক্যাম্প করলে স্থানীয় ডাক্তার ছাড়া কিছুটা চাটগাঁ ভাষা জানা রোহিঙ্গা মানুষ গুলির সমস্যা বুঝা ও বুঝানো দুইটাই কঠিন, তাই স্থানীয় ডাক্তার একজন করে রাখলে ভাল হয়! আর ওখানে কোন রোগ গুলি
বেশী হচ্ছে এবং কোন গ্রুপের মেডিসিন বেশী লাগবে তা আমাদের আইডিয়া হয়েছে, সে ক্ষেত্রে আমরা কিছুটা সহযোগিতা করতে পারব!
আমাদের পরিচিত নিঃস্বার্থ সেবা দেয়ার মত স্থানীয় ডাক্তার আছে! আর সম্ভব হলে মহিলা ডাক্তার নিতে পারেন!

(6) পরিমানে অল্প হলেও নতুন কাপড় দিন, পুরনো কাপড় আনবেন না, ওগুলো রোহিঙ্গারা নেয় না!
আমাদের ভুলে গেলে চলবে না যে তারা ফকির মিস্কিন নয়! বাচ্চাদের জন্য আলাদা ছোট কাপড় নিন, মহিলাদের জন্য নতুন থামি, ছেলেদের জন্য লুঙ্গী, গামচা, টিশার্ট নিন!

(7) সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে ত্রান দিন, নতুন নতুন আসা শরণার্থীদের সাহায্য দিন! গাড়ি থেকে ঢিল মেরে যে কোন ধরনের ত্রানের সামগ্রী দিবেন না!

(8) শুকনো খাবার দিন, যেমন: চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ওরস্যালাইন ইত্যাদি! চাল ও চিড়া বেশী করে দেয়ার চেষ্টা করবেন!

(9) যারা চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যাচ্ছেন তারা অব্যশই স্থানীয় যারা চাটগাঁ ভাষা বোঝে তাদের সাথে রাখবেন! এ ব্যাপারেও সহযোগিতা লাগলে আমরা হেল্প করতে পারবো!
এখানকার ভাষা আপনি বুঝবেন না।

(10) নিজ হাতে টাকা বিলি করবেন, কোন স্থানীয় কোন লোকের হাতে টাকা দিবেন না! বিলি করার জন্য ব্যাংক থেকে ১০০/৫০০ টাকার নোট করে নিয়ে যাবেন!

(11) রাস্তায় ত্রান দিবেন না, এর কারনে অনেকে হুমড়ি খেয়ে পড়ে। এতে রাস্তায় প্রচুর গাডি থাকায় অনেকে রোড এক্সিডেন্টে আহত ও নিহত হচ্ছেন।

(12) সম্ভব হলে ঘর বানানোর জন্য তেরপাল বা প্লাস্টিক দিন!

(13) বিছানার জন্য পাতলা কম্বল দিতে পারেন! সম্ভব হলে শিশু খাদ্য বিতরন করুন!

(14) প্রয়োজনীয় স্থানে টিওবওয়েল ও স্যানিটেশনের ব্যবস্থা করতে পারেন!

(15) মনে রাখবেন সব কিছুর আগে খাদ্য ও চিকিৎসা বেশি দরকার।

(16) যারা সহযোগিতা করার জন্য টেকনাফ- উখিয়া যাবেন, রবি/বাংলা লিংক সিম নিয়ে যাবেন, কারণ ঐ সব এরিয়াতে গ্রামীন/ টেলিটক সিমে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায়!

কোথায় দিবেন?

** উখিয়া দিয়ে ডুকতে কুতুপালং এর একেবারে পিছন সাইড দিয়ে নতুনরা থাকেন, সামনেও কম নয়।

** তম্বুরু কাস্টমসের আশেপাশে

** বালুখালির মেইন সড়কের চারিদিকে

** থ্যাংখালী তার আশপাশ

** পালংখালি

** লম্বাবিল

** উনচীপ্রাং কক্সবাজার থেকে আসতেরাস্তার ডানদিক দিয়ে প্রায় সাড়ে তিনকিলো ভিতরে, শক্তি সামর্থ্যবান ছাড়া দুর্বলরা যাবেন না।

** লেদা আনরেজিস্টার্ড ক্যাম্পে প্রবেশ পথে এবং ভিতরে!

** মুসুনি রেজিস্ট্রিকৃত ক্যাম্পের পিছনে কয়েকশো নতুন বসতি!!

* দৃষ্টি আকর্ষণ:-

স্থায়ীভাবে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হল, এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর ধার্মিকতা টিকিয়ে রাখতে এবং শিক্ষিত করে তুলতে, প্রতিটি ক্যাম্পের
মধ্যে মসজিদ, মক্তব, মাদ্রাসা, স্কুল, স্বাস্থ্যকর টয়লেট, গোসলখানা, টিউবওয়েল, উপযুক্ত ছেলেমেয়েকে বিয়ে শাদীর ব্যাবস্থা করার চেষ্টা করা!

শিক্ষার জন্য রোহিঙ্গাদের মধ্যে থাকা
(যারা আরাকানে শিক্ষক ছিলেন) শিক্ষিত লোকদের কাজে লাগানো সহজ সম্ভব!

Mohammad Azizul Hoque Rohi 

 

Archives

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031