শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শীয়া ধর্ম: ধারাবাহিক বিশ্লেষণ – পর্ব ০১

শীয়া ধর্ম: ধারাবাহিক বিশ্লেষণ

ইসলামের কালিমা لا إله إلا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ৷

প্রিয় পাঠক, হযরত আদম আলাইহিস সালাম থেকে খাতামুন্নাবিয়্যীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী ও রাসূলগণের কালিমার অংশ ছিলো দুটি এবং এখনও দুটিই আছে ৷ প্রথম অংশে তাওহীদের স্বীকারোক্তি ও দ্বিতীয় অংশে সময় অনুযায়ী প্রেরিত রাসূলের রিসালাতের স্বীকারোক্তি ৷

Default Ad Content Here

সাহাবায়ে কেরাম ও আহলে বাইত রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাঈন ও সমগ্র মুসলিম উম্মাহর কালিমাও সেটাই যা দুই অংশের সমষ্টি ৷ আলহামদুলিল্লাহ আজ অবধি সমগ্র বিশ্বে মুসলমানদের মসজিদ, কিতাব ও মুখে এই পবিত্র কালিমার গুঞ্জরণ চলমান ৷ দুনিয়া থেকে বিদায় গ্রহণকালেও আল্লাহ তাআলা আমাদেরকে এই কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নসীব করুন ৷ আমীন ৷

শীয়াদের কালিমা:

প্রিয় পাঠক, শীয়া সম্প্রদায় কালিমায়ে তায়্যিবার মধ্যে তাওহীদ ও রিসালাতের সঙ্গে তৃতীয় আরেকটি অংশ বেলায়ত যুক্ত করে পৃথক আরেকটি কালিমা বানিয়ে নিয়েছে ৷ এভাবে তারা মুসলিম উম্মাহর হৃদয়ে প্রচন্ড আঘাত করেছে এবং নিজেদেরকে নিজেরাই মুসলিম উম্মাহ থেকে পৃথক করে নিয়েছে ৷ কারণ মুসলিম উম্মাহর ঐক্যের সর্ববৃহত মাধ্যম এই মোবারক কালিমা ৷ শীয়া সম্প্রদায় পাকিস্তান আমলে ভুট্টার শাসনকালে অনেক বিবাদ বিসম্বাদ করে তাদের জন্যে আলাদা ধর্মীয় পাঠ্যসূচী প্রণয়ন করায় ৷ যার জন্যে পৃথক বই প্রকাশ করা হয় ৷ সেই বইয়ে যে কালিমা উল্লেখ ছিলো তা নিম্নরূপঃ
لا إله الا الله محمد رسول الله علي ولي الله وصي رسول الله وخليفته بلا فصل
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ৷ মুহাম্মদ সাঃ আল্লাহর রাসূল ৷ আলী আল্লাহর ওলী ও রাসূলের ওসীয়ত প্রাপ্ত এবং রাসূলের সরাসরি খলীফা ৷
ক্রমশঃ ইনশাআল্লাহ ৷

Lisanul Haque

Archives

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930