শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লংমার্চ ঘোষণা করলেন।
আল্লামা মামুনুল হক
গতকাল সিলেটের জৈন্তাপুরে নিহত ছাএ শহীদ মুযাম্মিল এর কবর জিয়ারত শেষে আল্লামা মামুনুল হক সাহেব বলেন,,,
ভন্ড আটরশীর চেলা-ফেলা, দের বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা না হলে,, ফরিদপুরের আটরশীর আস্তানার উদ্যেশ্যে আগামী শুক্রবার জুম্মার নামাজের পর সিলেট থেকে ফরিদপুর অভিমুখী
লংমার্চ করতে হবে,
লংমার্চ করতে হবে,
লংমার্চ করতে হবে।
যেই সিলেটে ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল সহ ৩৬০ আউলিয়া, সেই সিলেটের মাটিতে কোন ভন্ড পীরের খানকা রাখা যাবেনা। সব ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।
আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি দাড়ি বিহীন ভন্ড আটার ভুষি ( আটরশি ) চন্দপাড়া নামে যেই সব শয়তানের খানকা আছে সব বাংলার জমিন থেকে উঠিয়ে দেওয়া হোক ।
আল্লামা মামুনুল হক।
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ খেলাফত যুব মজলিস।