রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
৭০ বছরের বৃদ্ধের দাঁড়া উম্মে রুকাইয়া নামের ৬ বছরের শিশু ধর্ষণ
ফিরদাউস হাসানঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার হাসেম বাজার গ্রামের হোসেন আলী নামে ৭০ বছরের বৃদ্ধ পাশের মমিন গঞ্জ গ্রামের আনিসুর রহমানে দ্বিতীয় মেয়ে উম্মে রুকাইয়া নামের ছয় বছরের শিশুকে ধর্ষণ করার চেষ্টা চালায়। বাচ্চাটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় শিশু শ্রেণীতে পড়ে। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাচ্চাটিকে ইতিপূর্বেও কয়েকদিন প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় হোসেন আলী। আজকেও যথারীতি মাদ্রাসা বিকেল ৫টায় ছুটি হলে বাচ্চাটি বাড়ির দিকে রওনা দেয়। এমতাবস্থায় হোসেন আলী বাচ্চাটিকে পেয়ারার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে যায় এবং প্যান্ট খুলে বিছানায় শুইয়ে ফেলে, হোসেন আলীর আক্রমণ দেখে বাচ্চাটি অনেক ভয়পেয়ে কান্না জুড়ে দেয়, বাচ্চাটির কান্নার আওয়াজে আশপাশের লোকজন ছুটে আসে এবং হোসেন আলীর কবল থেকে উম্মে রুকাইয়াকে উদ্ধার করে। উম্মে রুকাইয়ার মা রোজিনা বেগমের সাথে কথা বলে জানা যায়, সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে বাচ্চাকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় তিনি পান। স্থানীয় লোকজন থানায় সংবাদ দেওয়ার সাথে সাথেই পুলিশ অ্যাকশন এর মাধ্যমে হোসেন আলীকে থানায় নিয়ে আসা হয়। হোসেন আলীর বিরুদ্ধে বাচ্চাটির মা রোজিনা বেগম বাদী হয়ে ৯-৪খ ধারা অনুযায়ী ধর্ষণের চেষ্টা মামলা করে।