বুধবার, ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৩ হিজরি
ঢাকায় আসছে মিয়ানমার সরকারের কাউন্সিলর অং সান সুচির একটি প্রতিনিধিদল।
ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে দ্বি-পাক্ষিক আলোচনার জন্য প্রতিনিধিদল ঢাকায় আসবে।
সূত্র জানায়, সফরে দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু।
উল্লেখ্য, রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীরা বর্বর নির্যাতন শুরু করার পর রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সংকট সমধানে বারবার আহ্বান জানানো হলেও তাতে মিয়ানমার আগ্রহ দেখায়নি। এসব বিষয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এছাড়া মিয়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।