শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দুবাইয়ে চার মাসে ৮৫২ জনের ইসলাম গ্রহণ

 


চলতি বছর বিভিন্ন ধর্ম থেকে পবিত্র ধর্ম ইসলামে ধর্মান্তরিত হওয়া নওমুসলিমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টারে গত চার মাসে ৮৫২ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার স্থানীয় গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ।

তারা জানায়, ইসলামের আদর্শ ও মুসলিম কমিউনিটির সহনশীলতার কারণেই এমনটা সম্ভব হয়েছে। তাদের ইসলামের আদর্শে জীবন পরিচালনার পদ্ধতি দেখে ইসলামের ছায়াতলে আসতে উদ্বুদ্ধ হয়েছেন ভিন্নধর্মের মানুষগুলো।

২০১৯ সালে সেখানে মোট ৮৩৮ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর চলতি বছরের প্রথম চার মাসেই সংখ্যাটা ৮৫২ জন।

ইসলামিক কালচার সেন্টার থেকে আরো বলা হয়, অনেকেই বিভিন্ন সময় ইসলাম সম্পর্কে জানতে চান। আবার অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। তাদের জন্য আইএসিএডি (IACAD) নামে একটি অ্যাপস চালু করা হয়েছে। সেখানে বিভিন্ন ইসলামিক বই পড়া যাবে।

এ ছাড়া একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটিতে কল দিয়ে মুহাম্মদ বিন রাশেদ ইসলামিক কালচার সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বর (৮০০৬০০)।

Archives

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031