মঙ্গলবার, ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
আলহামদুলিল্লাহ! উলামায়ে কেরামের তত্বাবধানে আগামী ১০,১১,১২ জানুয়ারী ২০২০ ( শুক্রবার, শনিবার, রবিবার ) #বিশ্ব_ইজতেমা শুরু হবে।
সাথীগণ খুরুজের জন্য মেহনত করতে থাকি।দেশ-বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ,বিশ্বের সকল দেশের সব তাবলিগের সাথী,জিম্মাদার ভাই এবং সকল মাদ্রাসা উস্তাদরা,ছাত্র সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।
সবাই বেশি নফল নামাজ, রোজা, কুরআন তেলাওয়াত, জিকির, দান-সদকা করি।আল্লাহ যেন।বিশ্ব ইজতেমা ভরপুর কামেয়াবি দান করেন এবং বাতিলের সকল ষড়যন্ত্র থেকে পবিত্র মেহনতকে হেফাজত করেন।
আল্লাহ তায়া’লা আমাদেরকে হকের
ওপর অটল রাখুন।বাতিলকে বাতিল জানার এবং তা থেকে বিরত থাকার তৌফিক দিন।