মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

কর্তার পাদে নাকি গন্ধ থাকেনা – পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশে লেখালেখির কারণে তসলিমা নাসরিনের মাথার দাম নির্ধারন করা হয়েছিল। সেই একটা ঘটনাতেই দেশে বিদেশের প্রগতিশীলেরা বাংলাদেশকে ধর্মান্ধ বর্বর মৌলবাদী দেশ বলে ধিক্কার দিয়েছিল; এখনো দেয়।

ভারতেও মাঝে মাঝে মাথার দাম ঘোষণা করা হয়। এইবার হেভিওয়েট দাম ঘোষণা করা হয়েছে সঞ্জয় বনশালি আর দিপিকা পাডুকোনের নামে। অবশ্য দিপিকার মাথা ছাড় নাক কেটে নেয়া আর জীবন্ত আগুনে পুড়িয়ে মারার জন্য আলাদা আলদা গিফট হ্যাম্প্যার আছে। এই পুরস্কার ঘোষকের মধ্যে শাসক দল বিজেপির নেতাও আছে।

দিপিকার সিনেমা হলে মুক্তিই পায়নি তাই এই হুঙ্কার। অবশ্য এইজন্য ইন্ডিয়াকে কেউ ধর্মান্ধ, মৌলবাদী বর্বর বলেনি। বলেছে কী? বলবেও না বড় কর্তার পাদে নাকি গন্ধ থাকেনা।

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031