বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ছুটে এসো — মুহিব খান

কারো প্রতি নেই কোনো বিদ্বেষ
অনুযোগ শুধু এই
জেনে শুনে বুঝে দেশকে আমার
কী করে ভাসিয়ে দেই

তাহারা তো ছিলো দেশেরই মানুষ
দেশেরই অভিভাবক
ক্ষমতার গদি পেয়ে হয়ে গেলো
স্বার্থের ক্রীড়নক

Default Ad Content Here

মুক্তিযুদ্ধ চেতনার বাণী
তাহাদের মুখে শুনে
কতো বঞ্চনা সয়েছে মানুষ
সুখের প্রহর গুণে

তাদের মুখের দেশপ্রেম আর
জাতীয়তাবাদী গান
কষ্টে কাতর জাতিকে আমার
দিলো না পরিত্রাণ

একবিংশের ভরা যৌবনে
আমার প্রাণের দেশ
মধ্যযুগীয় বর্বরতায়
জ্বলে পুড়ে হলো শেষ।

খুন ধর্ষণ শোষণ পীড়ন
দুর্নীতি সন্ত্রাসে
জাতি নাজেহাল, জিম্মি, নাকাল
কেউ নেই আজ পাশে

তাদের হাতেই হলো অপমান
মুক্তি ও স্বাধীনতা
তারা তো পারেনি রাখতে, জাতিকে
দিয়েছিলো যতো কথা

উন্নয়ণের ফানুস দেখালো
ন্যায়-নীতি করে ফাঁকা
পোকার বসতি দেহ যে তাদের
ধোঁকার চাদরে ঢাকা

ইসলামী দল! সে অনর্গল
মানুষেরে গেলো ডেকে
গণমানুষের দুর্ভোগ হতে
নিজেদের দূরে রেখে

দ্বীন কায়েমের মায়াভরা ডাক
জনতা নিলো না কানে
বাকির খাতায় শূন্য বসালো
নগদের মায়া-টানে

হুকুমত হবে- কী জানি সে কবে
ততোদিন নর-নারী
খুন গুম ক্ষুধা ধর্ষণে পিষে
করবে কি আহাজারী ?

মৃত্যু-কাতর পথিকের মুখে
দু’ফোটা পানি না ঢেলে
জোব্বা জড়িয়ে গড়িয়ে গড়িয়ে
মসজিদে নেবে ঠেলে?

প্রতিবাদ প্রতিরোধের লড়াই
এখনই না করে ডরে
জাতিকে বাঁচাবে শতাব্দীপর
খেলাফত এলে পরে?

মুসলিম দেশ, তবু পেলো না যে
গণমানুষের প্রীতি
এতো বছরেও হলো না সফল
ইসলামী রাজনীতি

মসজিদ কবে মসনদ হবে
সে আশায় বসে থেকে
সময় কাটানো যাবে না যে আর
জাতিকে বিপদে রেখে

যেখানে জাতির সম্পদ লুটে
নেতারা প্রাসাদ গড়ে
যেখানে বাঁচার তাগিদে মানুষ
প্রতিদিন খেটে মরে

যেখানে নারীর সম্ভ্রম লুটে
পিশাচেরা অহরহ
যেখানে মানুষ লাওয়ারিশ গুম
এ যাতনা দুঃসহ

যেখানে বেকার যুবক তরুণ
মাদক নেশায় নীল
যেখানে শিল্প-সংস্কৃতি হয়
উলঙ্গ অশ্লীল

যেখানে হাজার কোটির হিসাবে
লুটেরার উল্লাস
যেখানে বিচার মুখ বুঁজে কাঁদে
নির্দোষ মরে লাশ!

যেখানে মানুষ হায়েনার ভয়ে
কুটিরে জ্বালে না বাতি
যেখানে মানুষ নতুন ভোরের
আশায় জাগিছে রাতি

সেখানে শোনাবে মুক্তির বাণী
কে আছো জওয়ান ওরে
রুখে দাঁড়াবার বার্তা পাঠাও
এ জাতির ঘরে ঘরে

কবে হবে! তার রেখো না হিসাব,
এখনই যে হতে হবে
গণদাবী নিয়ে ছুটে এসো গণ-
মানুষের বিপ্লবে।

৩১/৭/১৭
সোমবার, দুপুর ১২ টা।

Archives

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728