বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
মুভমেন্ট ফর ইনসাফ এর পক্ষ থেকে তিন মাস ব্যাপী “নারী অধিকার আন্দোলন” চলছে। নারী অধিকার প্রতিষ্ঠায় আজকের লড়াই, সাম্য নয় ইনসাফ চাই। আলোকিত নারী , আলোকিত দেশ , এগিয়ে চলুক বাংলাদেশ। তিন মাস পর্যন্ত এই প্রচার অব্যাহত থাকলে, প্রাথমিক লক্ষ্য বেশ কিছুটা অর্জন করবে বলে বিশ্বাস এই সামাজিক সংস্কারধর্মী এই সংগঠনটির ।
নারী অধিকার প্রতিষ্ঠায় তাদের দাবি সমূহ :
শ্লোগান :
১. নারী অধিকার প্রতিষ্ঠায় আজকের লড়াই, সাম্য নয় ইনসাফ চাই। ২. আলোকিত নারী , আলোকিত দেশ , এগিয়ে চলুক বাংলাদেশ।
নারী অধিকার প্রতিষ্ঠায় আমাদের দাবি :
১. কর্মস্থল ও পরিবহন ব্যবস্থা নারী বান্ধব করার মাধ্যমে যৌন নিগ্রহ বন্ধ করা। গনপরিবহনে নারী – বৃদ্ধ ও শিশু ওঠার সাথে সাথে তাদের জন্য আসন ছেড়ে দেওয়ার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করা।
২. পৈত্রিক সম্পত্তিতে নারীদের প্রাপ্য অধিকার নিশ্চত করতে হবে।
৩. ইভটিজিং বন্ধে প্রতিটি মহল্লায় আলিম ও বিশিষ্টজনদের নিয়ে কমিটি গঠন করতে হবে।
৪. পুরুষের দৃষ্টি অবনত রাখার ও নারীর শালীন পোষাকের সংস্কৃতি চালু করতে হবে।
৫. স্বাধীনতা ও প্রগতির নামে নারীকে পন্যে পরিনত করা বন্ধ করতে হবে।
৬. নারীর উপার্জিত অর্থে পুরুষের জোর পূর্বক ভোগ বন্ধ করতে হবে।
৭. নারীদের জন্য পর্যাপ্ত পরিমানে পৃথক মেডিক্যাল কলেজ স্থাপন , যা সম্পূর্ন ভাবে মহিলা ডাক্তারদের দ্বারা পরিচালিত হবে।
৮. প্রাইমারী শিক্ষায় শতভাগ নারী শিক্ষক নিয়োগ করা। এবং প্রতিটি জেলায় নারীদের জন্য, শতভাগ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত পর্যাপ্ত পরিমানের স্কুল কলেজ নির্মান করা।
৯. তথাকথিত প্রগতিশীলদের কর্তৃক নারী – পুরুষের সম্পর্ককে শত্রুতা মূলক সম্পর্কে রূপদানের ঘৃন্য প্রচেষ্টা বন্ধ করতে হবে। পরিবার, সংসার ভাঙতে উস্কানী দেয় এমন সাংস্কৃতিক চর্চা বন্ধ করতে হবে।
১০. মোহরানা নারীর হক তাই, ইনসাফপূর্ন মোহরানা নির্ধারন করতে হবে এবং তা পরিশোধ করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।