শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শীয়া ধর্ম: ধারাবাহিক বিশ্লেষণ – পর্ব ০৭

লিসানুল হকঃ শীয়াদের মতে কুরআনেও তাওরাত ও ইনজীলের মতো বিকৃতি সাধন করা হয়েছে নাউযুবিল্লাহ

প্রিয় পাঠক,
ইরানে এ সম্পর্কে পৃথক একটি কিতাব লেখা হয়েছে “ফাসলুল খিতাব ফী তাহরীফি কিতাবি রাব্বিল আরবাব” নামে ৷ এর লেখক নূরী তাবরিসী যাকে শীয়ারা তাদের মহান মুজতাহিদ মনে করে ৷ খোমেনী সাহেবও তার রচিত “আল- হুকুমাতুল ইসলামিয়া” ও “বেলায়তে তাকিয়্যা” কিতাবে নিজস্ব দৃষ্টিভঙ্গির সমর্থনে তাবরিসীর উদ্ধৃতি দিয়েছেন ৷ ওই কিতাবের ৯৪ পৃষ্ঠায় আছে—
الأمر الرابع في ذكر أخبار خاصة فيها دلالة وإشارة علي كون القرآن كالتوراة والإنجيل في وقوع التحريف والتغيير فيه وركوب المنافقين الذين استولوا علي الأمة فيه طريقة بني إسرائيل فيهما وهي في نفسها حجة مستقلة.
তরজমাঃ
“এবং চতুর্থ বিষয় হলো সেসব বিশেষ বর্ণনার আলোচনা যা সরাসরি অথবা ইঙ্গিতে একথা বলে যে, বিকৃতি ও পরিবর্তনের বেলায় তাওরাত ও ইনজীলের মতোই৷ আর যে ব্যক্তি এটা বলে যে, যেসব মুনাফিক উম্মতের উপর চড়াও হয়েছে এবং শাসক হয়ে আছে (অর্থাত্ আবু বকর ও উমর প্রমুখ) তারা কুরআনের বিকৃতি সাধনে সেই পথই অবলম্বন করেছে যে পথ অবলম্বন করে বনী ইসরাঈল তাওরাত ও ইনজীলের বিকৃতি সাধন করেছিলো; এটা আমাদের দাবীর পক্ষে পৃথক দলিল৷”

Default Ad Content Here

প্রিয় পাঠক,
কোনো শীয়া লেখক এপর্যন্ত লিখেছে যে, নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম (শীয়াদের বক্তব্য মতে) কোনো কোনো সূরা ও কোনো কোনো আয়াত কুরআনে কারীম থেকে বের করে দিয়েছেন এবং কোনো কোনো জায়গায় বিকৃতও করেছেন৷ এর বিবরণ পরবর্তী পর্বে ইনশাআল্লাহ৷৷

Archives

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031