শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
অসম্ভবকে সম্ভব করতেই সিডনির মঞ্চ কাঁপাতে আসছি আগামী ৪ নভেম্বর , রেডি থেকো সিডনিবাসী শিরোনামে একটি পোষ্ট দিয়ে বিপাকে পরে অনন্ত । দুয়ো ধ্বনিতে ভরে যায় কমেন্ট করতে থাকে তার সম্পর্থকেরা । ভক্তদের ভুল ভাঙাতে আজকে আবার নতুন একটি পোষ্ট দেন তিনি । তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল ।
আসসালামু আলাইকুম,
বন্ধুগন
আগামী ৪ নভেম্বর সিডনীতে “বাংলাদেশ নাইট ২০১৭” অনুষ্ঠানে আমার পারফর্মেন্স নিয়ে আপনারা বেশ চিন্তিত ও হতাশ হয়েছেন। বন্ধুগন আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থী, কারন সঠিক সময়ে আপনাদের কনফিউশন আমি দূর করতে পারিনি। তবে আজ আপনাদের সেই কনফিউশন তা দূর করার চেষ্ঠা করছি। “বাংলাদেশ নাইট ২০১৭” অনুষ্ঠানটি আসলে একটি চ্যারিটি অনুষ্ঠান। এই ইভেন্ট হতে আয় হওয়া অর্থ দাতব্য প্রতিষ্ঠানে তুলে দেয়া হবে। আর এই ভালো উদ্দেশ্যে নিয়ে প্রোগ্রামটি আয়োজন করার কারনেই আমি এতে অংশ নিচ্ছি। আর প্রোগ্রামে আমার পারফর্মেন্সটিও আপনাদের পছন্দ হবে। কারন আমি আপনাদের আকাঙ্খার বাইরে কাজ করবো না, ইনশাআল্লাহ্।
বন্ধুগন, আমি ইসলামী জীবন-যাপন শুরু করার পর যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তা আমি আজীবন ধরে রাখতে চাই। আপনাদের অনুপ্রেরনায় আমি মানব সেবায় আরো এগিয়ে যেতে চাই। কারন আপনাদের ভালোবাসায় আমি ভালো কাজ করে যাচ্ছি এবং দোয়া করবেন ভবিষ্যতেও যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারি। আর দোয়া করবেন অনুষ্ঠানটি শেষ করে সুস্থভাবে যেনো আপনাদের মাঝে ফিরে আসি।
-অনন্ত জলিল