রবিবার, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যারা নিরপরাধ মানুষ হত্যা করে তারা নবীপ্রেমিক সুন্নী হতে পারে না : আল্লামা বাবুনগরী

 

Default Ad Content Here

খুৎবাঃ যারা নিরপরাধ মানুষ হত্যা করে তারা নবীপ্রেমিক সুন্নী হতে পারে না বলে মন্তব্য করছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ৷

তিনি বলেন,  বিনা উস্কানিতে শান্তিপূর্ণ ওয়াজ মাহফিলে অতর্কিত হামলা করে যারা নিরপরাধ একজন আলেমকে হত্যা করেছে তারা নবীপ্রেমিক সুন্নী হতে পারে না;প্রকৃতপক্ষে তারা কুখ্যাত সন্ত্রাসী ৷

আজ ২৮ ফেব্রুয়ারী সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন ৷

আল্লামা বাবুনগরী আরো বলেন , সিলেটের জৈন্তাপুরে ভন্ডপীর আটরশী অনুসারী সন্ত্রাসীদের পৈশাচিক হামলায় শাহাদাত বরণকারী দারুল উলুম হরিপুরবাজার মাদরাসার দাওরায়ে হাদীসের ছাত্র শহীদ মুজ্জাম্মিল আলীর রক্ত বৃথা যাবে না। কুরআনের ভাষায় শহীদগণ অমর ৷ শহীদের রক্ত কখনো বৃথা যায় ৷ শহীদ মাওলানা মুজ্জাম্মিল আলীর রক্তও বৃথা যাবে না ৷তাঁর তাজা রক্তের বিনিময়ে এদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে ৷ মাজারপূজারী সমস্ত বাতিল অপশক্তি এ দেশ থেকে লেজগুটিয়ে পালাতে বাধ্য হবে ৷

সরকারের প্রতি জোর দাবী জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন , নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক গঠনার মূল হোতাদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন ৷ নইলে শহীদ মুজ্জাম্মিলের প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নিতে এ দেশের লক্ষ কোটি তৌহিদী জনতা দূর্বার আন্দোলনে ঝাপিয়ে পড়বে ৷টেকনাফ থেকে তেঁতুলিয়া , রুপসা থেকে পাথুরিয়ায় ছড়িয়ে পড়বে এ আন্দোলনের উত্তপ্ত দাবানল৷
এবং এর দায় সরকারকেই বহন করতে হবে ৷

প্রসাশনকে উদ্যেশ্য করে তিনি বলেন, এ দেশের মাজারগুলোর প্রতি গভীর দৃষ্টি রাখুন, ভন্ড পীরেরা কুরআন হাদীসের অপব্যখ্যা করে সরলমনা মুসলমানদেরকে বিপথগামী করছে ৷ মাজারপূজারীরা উগ্রপন্থী, এ দেশের মাজারগুলোতে উগ্রবাদের শিক্ষা দেওয়া হয় ৷ মাজারগুলো মূলত জঙ্গী প্রজনন কেন্দ্র ৷

ভবিষ্যতে যেন এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি আহব্বান জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

Archives

April 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930