মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
মাওলানা সাখাওয়াত হোসাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ জামেয়া কোরআনিয়া আরাবিয়ার উস্তাদ । কওমী অঙ্গনে শিক্ষকতার পাশাপাশি তিনি একাধারে রাজনীতিবিদ, লেখক-অনুবাদক এবং বিশ্লেষক। এসব পরিচয় ছাপিয়ে আরেকটি পরিচয়ে তিনি সৌভাগ্যবান। ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ এবং সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন বলিষ্ঠ কন্ঠস্বর হযরতুল আল্লাম মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জামাতা তিনি। প্রায় এক দশক ধরে তিনি মুফতি আমিনী রহ. এর ঘনিষ্ঠ সহচর, খাদেম এবং সহকারীর দায়িত্ব পালন করেছেন। তার ছায়ায় নিজেকে গড়ে তুলেছেন ইসলামী রাজনীতির একজন যোগ্য নেতা এবং ইলমে নববীর একজন সুদক্ষ উসতায হিসেবে।
নিয়মিত দরসদান, লেখালেখি, অনুবাদ, গবেষণা এবং রাজনৈতিক বিশ্লেষণসহ বিভিন্ন শাখা-প্রশাখায় নিজের যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই তরুণ আলেম। কওমী এবং সরকারী- দু ধারাতেই তিনি পড়ালেখার সর্বোচ্চস্তর সাফল্যের সাথে শেষ করেছেন।
১,২৩৯ views