মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মজলিস

একবার নবী করীম সঃ এবং হজরত আবু বকর রাঃ,হজরত উমর রাঃ ও হজরত উসমান গনী রাঃ একসঙ্গে হজরত আলী রাঃ এর বাড়িতে গেলেন ৷ তো হজরত আলী রাঃ এর সম্মানীতা স্ত্রী হজরত ফাতেমা রাঃ এই মহামান্য মেহমানদের সম্মানার্থে বিনয় প্রকাশ করতঃ তাঁদের সকাশে সর্বোত্তম বস্তুটি পেশ করলেন ৷ একটি মধুর পেয়ালা যা খুব সুন্দর ও চমকদার ছিল ৷ ঘটনাক্রমে পেয়ালায় একটি চুল পড়ে গেল ৷ হুজুর সঃ এর পবিত্র হাতে যখন পেয়ালা এলো,তিনি তা সবার সামনে রাখলেন এবং বললেনঃ দেখো এটা খুব সুন্দর পেয়ালা৷এতে আছে সুমিষ্ট মধু ৷ এতে একটি চুল পড়ে আছে ৷ প্রত্যেকে নিজ নিজ মনের উপর জোর দিয়ে নিজ নিজ রুচি অনুযায়ী এই পেয়ালা ও চুল সম্পর্কে স্ব স্ব মতামত পেশ করো ৷৷

(1) হজরত আবু বকর সিদ্দীক রাঃ বললেনঃ হে আল্লাহর রাসূল,আমার মতে ঈমানদারের অন্তর এই পেয়ালার চেয়ে সুন্দর ও আলোকিত ৷ আর তার অন্তরে যে ঈমান রয়েছে সেটা মধুর চেয়ে মিষ্টি ৷ কিন্তু ঈমানকে মৃত্যু পর্যন্ত সুরক্ষিত রেখে নিয়ে যাওয়া চুলের চেয়ে সুক্ষ্ম ৷৷

(2)হজরত উমর রাঃ এর সামনে যখন এই পেয়ালা এলো,তখন হজরত উমরঃ রঃ বললেনঃ হে আল্লাহর রাসূল,রাজ্যক্ষমতা এই পেয়ালার চেয়ে সুন্দর ও আলোকিত ৷ শাসন করা এটা মধুর চেয়ে মিষ্টি ৷ কিন্তু ক্ষমতায় ন্যায় ইনসাফ রাখা চুলের চেয়ে সুক্ষ্ম ৷৷

(3) হজরত উসমান গনী রাঃ বললেনঃ হে আল্লাহর রাসূল,আমার মতে দ্বীনি ইলম পেয়ালার চেয়ে সুন্দর ও আলোকিত ৷ আর দ্বীনি ইলম শিক্ষা করা মধুর চেয়ে মিষ্টি ৷ কিন্তু এর উপর আমল করা চুলের চেয়ে সুক্ষ্ম৷৷

(4)হজরত আলী রাঃ বললেনঃ হে আল্লাহর রাসূল,আমার মতে সম্মানিত মেহমান পেয়ালার চেয়ে অধিক সুন্দর ও আলোকিত ৷ আর তাঁর মেহমানদারি মধুর চেয়ে মিষ্টি এবং তাঁকে সন্তুষ্ট করা চুলের চেয়ে সুক্ষ্ম ৷৷

(5) হজরত ফাতেমা রাঃ বললেনঃ নারীর পক্ষে লজ্জা হলো এই পেয়ালার চেয়ে সুন্দর ও আলোকিত ৷ আর তার চেহারায় পর্দা এই মধুর চেয়ে মিষ্টি এবং পর পুরুষের প্রতি চোখ না দেওয়া ও পর পুরুষ তার দিকে না তাকানো এটা চুলের চেয়ে সুক্ষ্ম ৷৷

(6)হুজুর সঃ বললেনঃআল্লাহর মা’রেফাত পেয়ালার চেয়ে সুন্দর ও উজ্জ্বল ৷ আর আল্লাহর মা’রেফাত অবগত হওয়া এবং তা অর্জন করা এটা মধুর চেয়ে মিষ্টি ৷ আর আল্লাহর মা’রেফাত লাভের পর তার উপর আমল করা এটা চুলের চেয়ে সুক্ষ্ম ৷৷

(7)হজরত জিবরীল আঃ বললেনঃ আমার মতে আল্লাহর রাস্তা পেয়ালার চেয়ে সুন্দর ও আলোকময় ৷ আর আল্লাহর রাস্তায় নিজের জান মাল কুরবান করা,জিহাদ করা মধুর চেয়ে মিষ্টি ৷ আর এর উপর অটল থাকা অর্থাৎ মৃত্যু অবধি আল্লাহর রাস্তায় চলতে থাকা চুলের চেয়ে সুক্ষ্ম ৷৷

(8)আল্লাহ তাআলা বললেনঃ জান্নাত এই পেয়ালার চেয়ে অধিক সুন্দর ও উজ্জ্বল ৷ আর জান্নাতের নেয়ামতরাজি এই মধুর চেয়ে মিষ্টি ৷ কিন্তু……….জান্নাত পর্যন্ত পৌঁছুতে পুলসিরাত অতিক্রম করা চুলের চেয়ে সুক্ষ্ম!!!!!
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ!!!

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031