ওযুর সুন্নাত ১৪টি
Admin |
৫,৬১৩ views |
আগস্ট ৫, ২০১৭ |
Religion,সুন্নত,আমল সমুহ |
No |
৮:০৭ অপরাহ্ণ |
- নিয়ত করা।
- বিসমিল্লাহ্ বলে ওযু শুরু করা।
- হাতের আঙ্গুল খিলাল করা।
- উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।
- মিসওয়াক করা।
- তিনবার কুলি করা।
- তিনবার নাকে পানি দেয়া।
- সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা।
- উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা।
- সমস্ত মাথা একবার মাসেহ করা।
- টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা।
- পায়ের আঙ্গুল খিলাল করা।
- এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।
- ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা।