শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ওযুর সুন্নাত ১৪টি


  1. নিয়ত করা।
  2. বিসমিল্লাহ্‌ বলে ওযু শুরু করা।
  3. হাতের আঙ্গুল খিলাল করা।
  4. উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।
  5. মিসওয়াক করা।
  6. তিনবার কুলি করা।
  7. তিনবার নাকে পানি দেয়া।
  8. সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা।
  9. উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা।
  10. সমস্ত মাথা একবার মাসেহ করা।
  11. টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা।
  12. পায়ের আঙ্গুল খিলাল করা।
  13. এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।
  14. ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা।

Archives

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031