বুধবার, ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দেখুন রোহিঙ্গাদের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচার চলছে!

No automatic alt text available.

সাব্বির বিন আশরাফঃ দেখুন রোহিঙ্গাদের বিরুদ্ধে কিভাবে মিথ্যাচার চলছে! বাংলাদেশ থেকে প্রকাশিত যুগান্তরে খবরে বলা হচ্ছে রোহিঙ্গার হামলায় বাংলাদেশীর মৃত্যু। এই খবরটি আজ ‘২৪ ঘন্টা’ সহ এরাজ্যের বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ঘটনাটি কতটা সত্য, তা আল্লাহ্‌ই ভালো জানেন। কিন্তু এই নিউজের সপক্ষে যুগান্তরে যে ছবিটি দেওয়া হয়েছে, তা আসলে ২৮শে অক্টোবর, ২০০৬ তে জামায়াত কর্মীদের উপর আওয়ামীলীগের নৃশংস হামলার ফটো। সাথে আসল ফটো দেওয়া হল, মিলিয়ে নিন। লিঙ্কে ফটোটি পাবেন: http://oct28.info/picture/2090

Image may contain: one or more people and text

প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপবাদ দেওয়া হচ্ছে। অপবাদ দিতেই হয়ত পরিকল্পিতভাবেই হামলা চালানো হচ্ছে। কিংবা হয়ত এই হামলার ঘটনা সত্য। কিন্তু এর পেছনের কাহিনী কি, তা জানা জরুরী। ঘটনা যা জানা গেল, এক বাঙালী এক রোহিঙ্গা নারীর শ্লীলতাহানি করার চেষ্টা করে। বাধ্য হয়েই ওই রোহিঙ্গা যুবক বাঙালী যুবককে আক্রমণ করে। কিন্তু বেশকিছু সংবাদমাধ্যম এই সত্য লুকিয়ে রাখছে। বিশেষ করে শিরোনাম এমনভাবে দেওয়া হচ্ছে, যেন রোহিঙ্গা যুবকটিই দোষী। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে ঠিকই। কিন্তু এর পেছনের কাহিনীও জানতে হবে। বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা-কর্মী রোহিঙ্গাদের জন্য আসা ত্রাণ কেড়ে নিচ্ছে, টাকা লুটে নিচ্ছে, রোহিঙ্গা নারীদেরকে ধর্ষণ করছে। অথচ এগুলি খবরে ততটা আসছে না। বর্তমানে এমনভাবে খবর করা হচ্ছে, যেন সব দোষ রোহিঙ্গাদেরই, তারাই সন্ত্রাসী, হামলাকারী। যেন বার্মিজ সেনা কিছুই করে নি। প্রকৃতপক্ষে তাদের অপরাধগুলি লুকোনোর প্রচেষ্টা চলছে।

আল্লাহ্‌ হেফাজত করেন ।

 

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031