রবিবার, ৩রা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

মুহাম্মদ সা. শুধু মুসলিমদের নন, গোটা বিশ্বের মানবতার প্রতীক : হিন্দু পণ্ডিত ত্রিপাঠী

মুহাম্মদ সা. শুধু মুসলিমদের নন, গোটা বিশ্বের মানবতার প্রতীক : হিন্দু পণ্ডিত ত্রিপাঠী


হযরত মুহাম্মদ সা. শুধু মুসলিমদের নন, তিনি গোটা বিশ্বের মানবতার প্রতীক বলে মন্তব্য করেছেন ভারতের হিন্দু কবি ও পণ্ডিত রাম সাগর পৃথ্বিপাল ত্রিপাঠী।

টাইমস অব ইন্ডিয়ার খবের জানা যায় এই হিন্দু পণ্ডিতের পরিবার রাম লীলা বিন্যাসের পৃষ্ঠপোষক এবং অযোধ্যার রাম মন্দিরের ট্রাস্টি। ৬৮ বছর বয়সী  ত্রিপাঠীর মতে, মুহাম্মদ সা. মানবতার প্রতীক, সম্প্রীতির প্রচারক।

ত্রিপাঠীর মুম্বাইয়ের ফ্ল্যাটে নিজের অর্জিত বিভিন্ন পুরস্কারের পাশাপাশি রয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ, মুহাম্মদ সা. এর জীবনীগ্রন্থ। তাঁর বসার ঘরে বিশাল সোফার পিছনে রয়েছে কিছু জায়নামাজ, যেন তাঁর মুসলিম ভক্তরা এলে নামাজ পড়তে পারেন।

উত্তর প্রদেশের সুলনতাপুর জেলায় জন্ম নেয়া ত্রিপাঠীর কবি হয়ে ওঠা মোটেও সহজ ছিল না। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর পরিবার চেয়েছিল যে তাদের ছেলে হবে সরকারি কর্মকর্তা।

কিন্তু উর্দু কবি রঘুপতি সাহাই ফিরাকের প্রভাবে কবিজীবনই বেছে নেন সাগর ত্রিপাঠী। এই বিষয়ে তিনি বলেন, আমি মনের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করতাম, আমার সেই শূন্যতা ভরিয়ে দিয়েছে কবিতা।

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031