সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যার সূচনা করেন শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহঃ এর খাস শাগরিত এবং আল্লামা রশীদ আহমদ গাঙ্গলী রহঃ এর সুযোগ্য খলিফা আল্লামা ইলিয়াছ (রহঃ) ৷
উলামায়ে দেওবন্দের এই মেহমতকে মহান আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন ৷ যে, যার মেহনতের কারনে বিশ্বের ২৬০ টিরও অধিক দেশে এই মেহনতের কাজ চলিতেছে ৷
প্রতিদিন বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েক লক্ষ তাবলিগ জামাত পৃথিবীর আনাচে-কানাচে পৌছিয়ে দিতেছেন ইসলামের শাশ্বত বাণী ৷ এবং সর্ব স্তরের সকল শ্রেনী-পেশার মানুষের কাছে হাজির হচ্ছেন দ্বীনের দাওয়াত নিয়ে ৷
আর দাওয়াতে তাবলীগের অক্লান্ত মেহনতের ফলে লক্ষ-কোটি, আল্লাহ ভুলা বান্দা খুজে পেয়েছে আলোর দিশা , ফিরে এসেছে অন্ধকার থেকে আলোর পথে ৷
এই দ্বীনের দাওয়াত অমুসলিমরাও পেয়ে ইসলামের সুশীতল ছায়া তলে ফিরে এসেছে তারাও পেয়েছে আলোর দিশা।
দোওয়া করি আল্লাহ তায়ালা যেন দাওয়াতে তাবলীগী ভাইদেরকে কবুল করেন, আর তাদের মেহনতকে বিশ্ব ব্যাপি ছরিড়ে দেওয়ার তাওফিক দান করেন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক , এবং আমাদেরকে দ্বীনের খাঁটি দাঈ হিসাবে কবুল করুক।
আমীন ছুম্মা আমিন।