মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

খ্রিস্টানদের সন্ত্রাসী হামলায় ২৫ মুসলিম নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে খ্রিস্টান সন্ত্রাসীদের আক্রমণে ২৫ মুসলিম নিহত হয়েছে। দেশটির কিমবি শহরের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ‘এন্টি বলাকা’ খ্রিস্টান বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে।
এ হামলায় মসজিদের ইমামসহ নূন্যতম ২৫ মুসলিম নিহত হয়েছে।

কিমবি সিনেট-প্রধান আব্দুর রহমান বুরনু গত শুক্রবার বলেন, বিদ্রোহীরা শুক্রবার ভোর বেলায় মসজিদ অবরোধ করে হামলা চালায়। হামলাকারীরা মসজিদের ইমাম ও সহকারী ইমামকে আলাদাভাবে ঠান্ডা মাথায় হত্যা করে। স্হানীয় সরকার শহরে পাঁচ দিনের শোক ঘোষণা করেছে।

মধ্য আফ্রিকার এ-দেশটি হীরা-সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখানে দারিদ্র প্রকট এবং ২০১২ সাল হতে মুসলিম ও খ্রিস্টান বিদ্রোহীদের মাঝে সংঘাত দেখা দেয়ায় এ-দেশটি বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

২০১৬ সাল-পর্যন্ত তুলনামূলক স্হিত্বিশীলতা ছিল, কিন্ত ২০১৭ এর শুরুরে সারা দেশের বিভিন্ন শহরে আবার সহিংসতা ছড়িয়ে পড়ে।

সূত্র : আরটি

Archives

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031