বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজওয়ানা আফরীনের উপস্থিতিতে তারা ইসলাম গ্রহণ করেন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আদালতের হলফনামার মাধ্যমে একই পরিবারের পাঁচজন সদস্য তাদের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জানা গেছে, গতকাল বুধবার উপজেলার গৈলা গ্রামের নলিনী তালুকদার তার স্ত্রী শেফালী তালুকদার, ছেলে রবি তালুকদার, বাসু তালুকদার ও মেয়ে কনিকা তালুকদার বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজওয়ানা আফরীনের উপস্থিতিতে মুসলিম ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভাবগাম্ভীর্য্য, সভ্যতা, কৃষ্টি-কালচারের প্রতি অনুরক্ত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
পরে তাদের বর্তমান নাম নলিনী তালুকদারের পরিবর্তে মোঃ আলতাফ তালুকদার (৬০), তার স্ত্রী শেফালী তালুকদারের পরিবর্তে মোসাঃ শেফালী তালুকদার (৫০), ছেলে রবি তালুকদারের পরিবর্তে অহিদ তালুকদার (২৬), বাসু তালুকদারের পরিবর্তে মোঃ রোহিদ তালুকদার (১৯) ও মেয়ে কনিকা তালুকদারের পরিবর্তে রেখা আক্তার (৩০) নাম রাখা হয়েছে।
তারা ইসলাম ধর্মের উপর বিশ্বাস ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে ইসলামের সব বিধান মেনে চলবেন বলে জানান।