বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ওই মিয়ারা! পাচ্ছো কি ভয়!
দেশটা তো নয় দুই মালিকের
দেশ জনতার, দেশ মানুষের
কৃষক শ্রমিক সাংবাদিকের।
দেশ ভাবুকের, শিল্পী-কবির
বুদ্ধিজীবী, সাহিত্যিকের
দেশ শুধু নয় রাজনীতিকের
বিএনপি আর আওয়ামী লীগের।
দেশ আমাদের, দেশ তোমাদের
দেশ শুধু নয় দুই মনিবের
দেশ কেনা নয় স্ত্রী-কন্যাদের
মেজর জিয়ার, শেখ মুজিবের।
দেশ শহীদের, মুক্তিসেনার
বীরাঙ্গনার, বিপ্লবীদের
দেশ পুরোহিত, পীর-ফকিরের
আলেম হাফেজ মৌলভীদের।
মাল্লা মাঝি কুমার কামার
নাপিত চামার কিংবা তাঁতীর
ছাত্র-গুরু চাকর-মালিক
দেশ সকলের, দেশ এ জাতির।
দেশ পাহাড়ির, দেশ বাঙ্গালির
দেশ শহরের, দেশ গেরামের
দেশ তো মায়ার, দেশ তো ছায়ার
দেশ তো সবার রক্ত ঘামের।
এ দেশ-জাতির সঙ্গে যারা
করছে জুলুম রঙ্গবাজি,
চিনতে কি আর বাদ আছে রে
ওই শালারা কত্তো পাজি!
নৌকা বলে চলবে গুলি
ধান বলে সব দাও জ্বালিয়ে
লাঙল চেঁচায় উদোম পাছায়
হাওয়ার সাথে তাল মিলিয়ে।
যমের খাঁচায় দম ঢুকিয়ে
পাল্লা বলে ‘আল্লা- বাঁচাও’
কাস্তে হাতুড় মস্ত চতুর
পড়বে খসে ওদের কাঁছাও।
দুঃখ ছাড়া আর কিছু নেই
স্বাধীনতার চুয়াল্লিশে,
সব শালারাই রস খেয়েছে
দেশ জাতিকে কচলে পিষে।
কই মিয়ারা! এবার জাগো
আর কতো ঘুম, ঝিমাও কতো
থাকতে সময় জাগতে যদি
ভাগ্য কি আর এমন হতো?
এবার বোঝো! দুধ-কলাতে
সাপ পুষে কী লাভটা পেলে!
দেশ জাতিকে বল বানিয়ে
দুই দলে আজ ক্রিকেট খেলে।
সিংহাসনের যুদ্ধে ওদের
আমরা কেন পড়বো মারা
বাঁচবে জাতি, বাঁচবে মানুষ
মরলে মরুক ওই শালারা।
সৈন্য সেপাই অস্ত্র নিয়ে
যায় না থাকা সিংহাসনে
মানুষ মেরে আগুন দিয়ে
ফল মেলে না আন্দোলনে।
দু’দল যদি বুঝতো সেটা
খুঁজতো নতুন সুস্থধারা,
নীতির বেলায় শত্রু হলেও
দুর্নীতিতে দোস্ত তারা।
খুব সহজে শেষ হবে না
রাজনীতির এই নষ্ট খেলা
আমরা যদি না দেই ওদের
কায়দা মতোন আচ্ছা ঠেলা।
আমরা যদি এক হয়ে যাই
দেশ বাঁচানোর শক্তি নিয়ে
তবেই হবে ভাগ্য বদল
কাজ হবে না ওদের দিয়ে।
ওই মিয়ারা! বুঝছো কী কই!
আমরা তো নই গোলাম তাদের
ওরাই চাকর ওরাই গোলাম
আমরা মালিক, দেশ আমাদের।
খুবতো বুঝে নাড়ছো মাথা,
খাচ্ছো পেটান, খাচ্ছো তাড়া
নির্বাচনের দিন এলে তো
পথ দেখো না ওদের ছাড়া।
আর দিও না বাড়তে ওদের
নেইকো যাদের দেশের প্রীতি
নতুন করে দাঁড়াও ঘুরে
বন্ধ করো এ রাজনীতি।