ওযুর ফরজ ৪টি
Admin |
১০,০৩৭ views |
আগস্ট ৫, ২০১৭ |
ফরজ,আমল সমুহ |
No |
৮:১২ অপরাহ্ণ |
- সমস্ত মুখমন্ডল কপালের উপরিভাগের চুলের গোড়া হইতে থুতনী পর্যন্ত, এক কর্নের লতি থেকে অন্য কর্নের লতি পর্যন্ত ধৌত করা
- উভয় হাত কনুইসহ ধৌত করা।
- চারভাগের একভাগ মাথা মাসেহ করা ( ঘন দাঁড়ি থাকিলে আঙ্গুলী দ্বারা খেলাল করা ফরয )।
- উভয় পা টাখনু গিরা সহকারে ধৌত করা।