শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
ক্ষমা কর
————————————-মুহিব খান
দয়া কর দয়াময় আমি গুনাগার
যথাযথ ইবাদাত করিনি তোমার
পেয়েছি তোমার দান সদা অবিরত
পারিনি গোলাম হতে গোলামের মতো
রিজিক দিয়েছো ঢেলে, খ্যাতি পরিচয়
কিছুই পারিনি দিতে তার বিনিময়
জ্ঞানের সাগর দিলে নিজ করুণায়
কাজে তা লাগাতে আমি পারিনি তো হায়!
জগতের চোখে আমি অফুরান ভালো
তুমি জানো এ জীবনে যতো আছে কালো
ধুয়ে মুছে তুলে নিয়ো করুণার কোলে
তুমি ভুলিয়ো না; যদি আমি যাই ভুলে
জগতের সবে যদি দোষী বলে তবু
তুমি ভালোবাসলে তা কিছু নয় প্রভু
তুমি-আমি, আমি-তুমি, এটুকুই সব
আমি বান্দা তোমার, তুমি মোর রব
সে আশায় বাধি বুক, যতোদিন বাঁচি
জীবনে মরণে তুমি থেকো কাছাকাছি
বিচারে পাবো না পার, দয়া যদি হয়
রহমতে টেনে নিয়ো ওগো প্রেমময়
দিনে দিনে জীবনের কেটে গেলো দিন
তোমার নিকটে সব রয়ে গেলো ঋণ
শুন্য দু’হাতে কাঁদি দুয়ারে তোমার
ক্ষমা কর হে মালিক, আমি গুনাগার!
১৩/১০/২০১৭, জুমাবার।
(জীবন থেকে চলে যাওয়া আরও একটি বছরের শেষ দিনে)