শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মোলাকাত ০৩ঃ মুফতী সায়ীদ কাদির

সাক্ষাৎকার: ১২
মুফতী সায়ীদ কাদির( Saeed Kadir)
(নায়েবে মুহতামিম, জামেয়া ইসলামিয়া দারুল উলূম মোহাম্মাদিয়া কওমী মাদরাসা, আমবাগ, কোনাবাড়ী, গাজীপুর।
ইমাম ও খতীব : মসজিদুল আকসা (মসজিদ মাদরাসা সংলগ্নই)
————–
আমরা চাই, আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে, জানতে, চিনতে। তারই ধারবাহিকতায় আজকের আয়োজন। আমাদের এ-কার্যক্রমকে চুলচেরা বিশ্লেষণ করে দেখার কিছু নেই। এটা আমাদের একান্ত আপন কিছু মানুষের পারস্পরিক ঘরোয়া মতবিনিময়-চিনপরিচয়-জানপহচান।
.
আমরা এখনো কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে আছি। অনেকটা লেখাপড়াসংক্রান্তই বলা যায়। সহজ-সরল বর্ণনামূলক। তাত্ত্বিক কোনও কিছু নয়। এটাকে ওযনদার নিক্তিতে না মাপার বিনীত অনুরোধ রইল।
.
আমরা চাই সমস্ত পাঠককে এনে কাঠগড়ায় দাঁড় করাতে। তাদের ভাবনা-মানসকে জানতে। শিখতে। সামনে এগুতে।
.
আজকের সাক্ষাৎকার গ্রহণ করেছে মুফতী রায়হান খাইরুল্লাহ। আমি ছিলাম তার সহযোগী হিশেবে। এবার নেমে পড়া যাক:

১:লেখালেখির সূচনা কবে থেকে?
= ২০০৮ সাল থেকে, গওহরডাঙ্গা মাদরাসার দেয়ালিকা সম্পাদনার মাধ্যমে।
.
২. নিয়মিত লেখালেখি করেন?
= জি। প্রতিদিনই লিখার প্রয়াস পাই, একটি বাক্য হলেও।
.
৩. লেখালেখির ক্ষেত্রে কার কাছ থেকে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছেন?
= মুফতি এনায়েতুল্লাহ সাহেবের কাছ থেকে। দু-এক কলম যা কিছুই লিখি- এক্ষেত্রে তিনিই আমার উস্তাদ- অনুপ্রেরণাদানকারী।
.
৪. লেখালেখির ক্ষেত্রে আপনার প্রেরণা ও আদর্শ কে?
= প্রেরণার কথা যদি বলি, তবে ঐ একটি নাম- মুফতি এনায়েতুল্লাহ-ই আমার কন্ঠ থেকে নিসৃত হয়, ভেতর থেকে উৎসারিত হয়।
আর আদর্শ কথাটা যদি একজনে সীমাবদ্ধ করি, তাহলে যার নাম হৃদয়ে বেজে ওঠে তিনি হলেন, আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)।
.
৫. প্রিয় বই?
=‘জীবন-পাথেয়’ (আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. রচিত)।
.
৬. প্রিয় লেখক?
= আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. ও মাওলানা মুহিউদ্দীন খান সাহেব।
.
৭. প্রিয় মুহূর্ত?
= তাহাজ্জুদের সময়।
.
৮. কোন সময় লিখতে ভালোবাসেন?
= রাতের দ্বিতীয়াংশে, অবশ্য চাঁদনী রাতের বিমুগ্ধ প্রতিবেশ আমাকে সবচে বেশি লিখনীস্পৃহা এনে দেয়।
.
৯. প্রিয় স্থান?
= মায়ের কোল।

Default Ad Content Here

১০. প্রিয় পর্যটন স্থান?
= যে কোন নদী বা সাগরের পাড়, যার আশপাশকে বেষ্টন করে আছে সবুজ তরুর ঘন সারি।
.
১১. স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা?
= কঠিন প্রশ্ন; আসলে ছোট কাল থেকেই স্বাধীনচেতা মানুষ আমি। স্বপ্ন দেখি সৃজনশীলতার গভীর সমুদ্রে অবগাহনের, স্বপ্ন দেখি জ্ঞান-গবেষণার অথৈ জলে জলচরের মতো নিমজ্জিত হবার, স্বপ্ন দেখি লেখকদের কাতারে নিজের নামটা লিখিয়ে নেবার। ভবিষ্যতে একজন লিখিয়ে হিসেবে জীবন কাটিয়ে দিতে চাই
.
১২. প্রিয় রং?
= সাদা।
.
১৩. প্রিয় পাখি?
= ময়না।
.
১৪. প্রিয় ফুল?
= গোলাপ।
.
১৫. প্রিয় খাবার?
= চাউলের রুটির সাথে গরুর গোস্ত, পিৎজ্জা ও সরমা
.
১৬. প্রিয় কবি?
= কাজী নজরুল ইসলাম।
.
১৭. প্রিয় কাজ?
= কুরআন তিলাওয়াত, বই পড়া।
.
১৮. সর্বাধিক পঠিত বই?
= বদরপ্রান্তর, (০৬ বার)।
.
১৯. প্রিয় মাদরাসা?
= জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসা।
.
২০. প্রিয় মানুষ?
= আমার জনম-দুঃখিনী ‘মা’।
.
২১. প্রিয় ব্যক্তিত্ব?
= হযরত মুহাম্মাদ সা.

২২. প্রিয় ফেসবুক লেখক?
= মুহতারাম আতীকুল্লাহ (হাফিযাহুল্লাহ)।
.
২৩. প্রথম লেখা প্রকাশ? কবে কোথায়?
= ২০১১ সালে, মাসিক আল আশরাফে।
.
২৪. এখন কী পড়ছেন?
= সৈয়দ মুজতবা আলীর ‘চাচা কাহিনী’।
.
২৫. এখন কী লিখছেন?
= ড. আয়িয আল-করনী বিরচিত প্রন্থ ‘হাত্তা তাকূনা আসআদান নাস’ -এর অনুবাদ-কাজ করছি।
.
২৬. কোন বইটি পড়ে সম্মোহিত হয়ে গিয়েছিলেন?
= ‘আফ্রিকী দুলহান’
.
২৭. কোন বইয়ের ছেলে চরিত্রকে দেখে মনে হয়েছে- ইস, আমি যদি এমন হতাম!
= ভারত অভিযানের মুহাম্মাদ বিন কাসেমের চরিত্র দেখে ঈর্ষাম্বিত হয়েছি।
.
২৮. কোন বইয়ের কোন মেয়ে চরিত্রকে দেখে মনে হয়েছে- ইস, আমার যদি এমন কেউ হত!!
= জীবন্ত পাহাড়ের সন্তানের একটা চরিত্র।
.
২৯. জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি?
= প্রথম যখন দারুল উলূম দেওবন্দের ভেতরে (দারুল হাদীসের সামনে) প্রবেশের সৌভাগ্য হলো।
.
৩০. জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা?
= বিয়ের দিন।
.
৩১. জীবনের সবচেয়ে মজার ঘটনা?
= যেদিন প্রথমবারে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েই বিজয়ীদের কাতারে দাঁড়াতে পেরছিলাম।
.
৩২. জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা
= একটি পান্ডুলিপি হারিয়ে যাওয়ার ঘটনাটাই এ-পর্যন্ত সবচে কষ্টকর ঘটনা।
.
৩৩. দৈনিক কুরআন তেলাওয়াত করা হয়?
= জি।
.
৩৬. তাহাজ্জুদ আদায় করা হয়?
= কোন এক জ্ঞাত কারণে এই প্রশ্নটার উত্তর দিতে অপারগতা প্রকাশ করছি।
.
৩৭ জীবনের লক্ষ?
= জীবনের লক্ষ হলো, উভয় জাহানের কামিয়াবী হাসিল করা।
.
আর হা, আরও কোনও প্রশ্ন থাকলে, কমেন্টে উত্থাপন করার অনুরোধ রইল। লেখক নিজেই উত্তর দিবেন অথবা আমরা সংগ্রহ করে দেব। ইনশাআল্লাহ।

একক্লিকে:
 আমাদের সাক্ষাৎকার

শায়েখ Atik Ullah 

Archives

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930