শুক্রবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
তেজগাঁও জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদীস ও কাচপুর মাদরাসার প্রিন্সিপাল অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার, পীরে কামেল, হযরত শায়খ ড. মুশতাক আহমদ (দামাত বারাকাতুম)। যিনি বাংলাদেশের বর্তমান শীর্ষস্থানীয় আলেমগণের মধ্যে অন্যতম। বহু প্রতিভাধর, মেধাবী ও যোগ্যতা সম্পন্ন চিন্তাশীল আলেম হিসেবে সর্বত্র সুপরিচিত। তিনি একই সঙ্গে মুহাদ্দিস, (শাইখুল হাদিস) লেখক, গবেষক, অনুবাদক, সম্পাদক, শিক্ষাবিদ, ইতিহাসবিদ, মুফাসসির, সুবক্তা, তাত্ত্বিক আলোচক, ইমাম ও খতিব, মিডিয়া ব্যক্তিত্ব, একজন সরকারী পদস্থ কর্মকর্তা, আসলাফ ও আকাবিরে দেওবন্দের নন্দিত উত্তরসূরী এবং ছাহিবে নিসবত বুযুর্গ আলিম ।