শনিবার, ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ওযুর সুন্নাত ১৪টি


  1. নিয়ত করা।
  2. বিসমিল্লাহ্‌ বলে ওযু শুরু করা।
  3. হাতের আঙ্গুল খিলাল করা।
  4. উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।
  5. মিসওয়াক করা।
  6. তিনবার কুলি করা।
  7. তিনবার নাকে পানি দেয়া।
  8. সম্পূর্ন মুখ মন্ডল তিনবার ধৌত করা।
  9. উভয় হাতের কনুইসহ তিনবার ধৌত করা।
  10. সমস্ত মাথা একবার মাসেহ করা।
  11. টাখনু সহ উভয় পা তিবার ধৌত করা।
  12. পায়ের আঙ্গুল খিলাল করা।
  13. এক অঙ্গ শুকানোর পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।
  14. ধারাবাহিকতা বজায় রেখে ওযুর কাজ গুলো সম্পূর্ন করা।

Archives

October 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031