শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
২,৩৪৩ views | আগস্ট ৩, ২০১৭ | ৩:৫৮ পূর্বাহ্ণ | অমুসলিমদের দাওয়াতি বই, মুফতি যুবায়ের আহমাদ, |
Author: মুফতি যুবায়ের আহমাদ
Publisher: হিলফুল ফুজুল
Publish Date: 25-Jul-2012
Size: 4 MB
Number of pages: 34
Price: 10 BDT
সকল প্রশংসা সেই মহান মালিক এক আল্লাহর। যিনি আমাদের সৃষ্টি করেছেন ও মুক্তির পথ দেখিয়েছেন। সকল প্রশংসা সেই মহান মালিক এক আল্লাহর। যিনি আমাদের সৃষ্টি করেছেন ও মুক্তির পথ দেখিয়েছেন। বহুদিন থেকে আমার অন্তরে একটি ব্যথা ও জ্বালা বিরাজ করছে। জ্বালাটা হলো ওই সকল ভাই-বোনদের মুক্তির সঠিক পথ দেখিয়ে দিতে, যারা মুক্তির পথ খুঁজছে; তার জন্য সর্বস্ব ত্যাগ করছে, কিন্তু পাচ্ছে না। খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে মুক্তির নামে আবদ্ধ অন্ধকার পথ নরকের দিকে। যেখানে আছে অশান্তি ও জ্বলন্তআগুন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে, তিনি অধমকে এই কাজটি করার কিছুটা হলেও সুযোগ করে দিয়েছেন। কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিতে এই পুস্তিকাটি পড়েন, তাহলে আল্লাহ চাইলে অবশ্যই মুক্তির পথ পাবেন।এই পুস্তিকাটি লিখতে গিয়ে বিশেষভাবে আমার খ্রিস্টান ও ঈসায়ী ভাইদের সম্বোধন করা হয়েছে। কারণ, আমি তাদেরকে ভালোবাসি। এই পুস্তিকায় ভালোবাসার বার্তাটিই দেয়ার চেষ্টা করেছি। আশা করি আমার ভাইয়েরা আমার ভালোবাসাকে মূল্যায়ন করবেন। প্রার্থনা করি আল্লাহর কাছে তিনি যেন আমাদের সকলকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে চিরস্থায়ী স্বর্গে স্থান দেন। এসময় ওই ভাইদেরকেও স্মরণ করছি, যারা এই পুস্তিকাটি প্রস্তুত করতে সহযোগিতা করেছেন। বিশেষ করে জনাব ডি, এম,এম লাবিব আব্দুল্লাহ সাহেব ও এম.মিজান সাহেবকে, তারা পরামর্শ ও প্রুফ দেখে সহযোগিতা করেছেন এবং স্মরণ না করে পারছি না জনাব এ. এম. তালাত সাহেবকে কারণ তিনি পুস্তিকাটি প্রকাশ করে আমার ভাই বোনদের হাতে পৌঁছিয়ে দেয়ার চেষ্টা করেছেন। মানুষ হিসেবে ভুলতো থাকতেই পারে, যদি কোনো ভুল-ত্রুটি দৃষ্টিগোচর হয়, জানালে কৃতজ্ঞ থাকবো। পরিশেষে মুনাজাত করি, হে আল্লাহ! আপনি লেখক, প্রকাশক, পাঠক-পাঠিকা সকলকে মুক্তির পথ দেখান এবং একসাথে স্বর্গে থাকার সুযোগ দান করুন। আমীন।
যুবায়ের আহমদ
ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট
মান্ডা শেষ মাথা, মুগদা, ঢাকা-১২১৪
Submit your review | |