বৃহস্পতিবার, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ইসলাম কাদের

Author: মুফতি যুবায়ের আহমাদ

Publisher: হিলফুল ফুজুল

Publish Date: মে, ২০১৭

Size: 227KB

Number of pages: ১০

Price: ১০

Free Download Order Now Report!
আমাদের সমাজে অনেক ভুল ধারনা বিরাজ করছে, এরমধ্যে একটি হলো ইসলাম কাদের ধর্ম? আর একটি ভুল ধারণা হলো, নবীজীকে নিয়ে।মানুষ মনে করে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ̈ প্রেরিত। আল্লাহকে নিয়ে ভুল ধারণা, অনেকে মনে করে আল্লাহ শুধু মুসলমানদের প্রভু। এই পুস্তিকাটিতে এধরনের কিছু ভুলধারণা দূর করা হয়েছে।
কুরআন হাদিসের আলোকে দলিল প্রমাণসহ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। প্রশ্ন ̧গুলো হলো,
আল্লাহ কাদের?
নবী কাদের?
কুরআন কাদের?
ইসলাম কাদের?
আমরা মুসলমানরা কাদের জন্য ̈?
এই পুস্তিকাটি পড়লে পাঠক, অমুসলিমদের মাঝে দাওয়াতী কাজে উদ্বুদ্ধ হবেন। ̄অমুসলিমরা ইসলাম কবুল না করার কারণে চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে ।
কে বাঁচাবে তাদেরকে? আসুন আমরা তাদেরকে নিয়ে একটু ভাবি, তাদের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি।
 
প্রিয় পাঠক!লেখালেখির জগতে আমি একেবারে শিশু। লেখায় ভুল-ভ্রান্তি থাকাই ̄স্বাভাবিক । আমরা চেষ্টা করেছি নির্ভুল করার জন্য ̈। এরপরও যদি কারো নজরে ভুল ধরা পড়ে, তাহলে আমাদেরকে অবগত করালে পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
 
পরিশেষে আল্লাহর দরবারে দু‘আ চাই আল্লাহ যেন লেখক, প্রকাশক ও পাঠকবৃন্দ সকলকে কবুল করেন। আমিন!

Archives

January 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31