বুধবার, ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সহযোগী হও প্রতিপক্ষ হয়ো না

Author: মুফতি যুবায়ের আহমাদ

Publisher: হিলফুল ফুজুল

Publish Date: 25-Sep-2013

Size: 308 KB

Number of pages: 32

Price: 10 BDT

Free Download Order Now Report!

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআালার, যিনি কোনো আবেদন ছাড়াই আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়েছেন। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালীন, খাতামুন নাবিয়্যিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সালালাহু আলাইহি ওয়া সালামের ওপর ও তাঁর পরিবারবর্গ ও সাহাবা (রাঃ) এর ওপর। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআালার, যিনি কোনো আবেদন ছাড়াই আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়েছেন। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালীন, খাতামুন নাবিয়্যিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সালালাহু আলাইহি ওয়া সালামের ওপর ও তাঁর পরিবারবর্গ ও সাহাবা (রাঃ) এর ওপর। ২০০৩ সালে দারুল উলুম দেওবন্দে ভর্তি পরিক্ষা দিয়ে ঘুরতে গিয়েছিলাম ঐতিহ্যবাহী গ্রাম ফুলাতে, সেখানেই প্রথম পরিচয় হয় হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেব (দাঃ বাঃ) এর সাথে। তাঁর সুন্দর আচরণে আমি খুবই প্রভাবিত হই এবং তার সাথে এসলাহী সম্পর্ক করতে সিদ্ধান্ত নিই। তিনি নিজ হাতে আমাদের মেহমানদারী করলেন সুন্দর সুন্দর কথা বললেন। বিদায় পর্বে আমাদের প্রত্যেককে কিছু বই হাদিয়া দেন, সেই বইগুলোর মধ্যে বর্তমান বই সহযোগী হও, প্রতিপক্ষ হয়ো না (রফীক বনো, ফরীক নেহী) টিও ছিল। বইটি পড়ে খুবই উপকৃত হলাম। ইচ্ছা জাগলো এই কথা গুলো আমার দেশের মানুষেরও জানা উচিত। এই লেখাটি মাসিক ‘আলকাওসার’ পত্রিকায় প্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে। বইটির কলেবর বেশী ছোট হওয়ায় এর সাথে বিষয় বস্তুও সাথে মিল রেখে, বাবরী মসজিদ যিনি সর্ব প্রথম কুদাল  তুলে নিয়েছিল তিনিএখন মুসলমান। তার সক্ষাতকারটি সংযোগ করে দিয়েছি। যা অথমের অনুদিত আলোর পথে থেকে নেয়া হয়েছে। বন্ধুদের পক্ষ থেকে বার বার তাগিত দেয়া হচ্ছিল এই লেখাটি পুস্তিকা আকাওে প্রকাশ করার জন্য। আলহামদুলিল্লাহ পুস্তিকাটি প্রকাশ হওয়া পর্যন্ত বিভিন্নজন বিভিন্নভাবে সহযোগিতা করেছন। তার মধ্যে কয়েক জনের নাম না নিয়েই পারছিনা। বইটি প্র“ফ দেখে সহযোগিতা করেছেন আমার বন্ধুবর মাও.এমদাদুল হক তাসনিম আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। প্রকাশ করলেন জনাব আলহাজ তালাত মোহাম্মদ তৌফিকে এলাহী ও এব্যাপারে সহযোগিতা করেছেন আলহাজ এ,কে,এম ফজলুল করিম ও আলহাজ্ব নাসির সাহেব সহ সকলকে আলাহপাক দীনের খাদেম হিসাবে কবুল করুন। আমি শুরুতেই বলেছি লেখা লেখির ময়দানে আমি শিশু শ্রেনির ছাত্র। আমরা চেষ্টা করেছি এরপরও যদি কোনো ভাই বোনের চোখে ভুলত্র“টি দৃষ্টিপাত হয়, তাহলে জানালে খুসি হবো এবং দ্বিতীয় সংস্করণে ঠিক করে দেয়ার চেষ্টা করবো ইনশা আলাহ।

যুবায়ের আহমদ

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট

মান্ডা শেষ মাথা, মুগদা, ঢাকা-১২১৪

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

সহযোগী হও প্রতিপক্ষ হয়ো না
Average rating:  
 0 reviews

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031