শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বড় দিনের উপহার

Author: মুফতি যুবায়ের আহমাদ

Publisher: হিলফুল ফুজুল

Publish Date: 12-Dec-2012

Size: 817 Kb

Number of pages: 34

Price: 10 BDT

Free Download Order Now Report!

করুণাময়, সঠিক পথের পথপ্রদর্শক, যিনি বিচার দিবসের মালিক। যিনি আমাদেরকে সর্বদা দেখেন, এখনও দেখছেন। যিনি আমাদের পাপ থেকে মুক্তি দান করেন। শান্তি বর্ষিত হোক আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত যীশু ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর; তার সঙ্গী-সাথী ও উম্মতের ওপর এবং সকল মানুষের ওপর। করুণাময়, সঠিক পথের পথপ্রদর্শক, যিনি বিচার দিবসের মালিক। যিনি আমাদেরকে সর্বদা দেখেন, এখনও দেখছেন। যিনি আমাদের পাপ থেকে মুক্তি দান করেন। শান্তি বর্ষিত হোক আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত যীশু ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর; তার সঙ্গী-সাথী ও উম্মতের ওপর এবং সকল মানুষের ওপর। প্রিয় পাঠক! আমি যীশু খ্রিস্টকে ভালোবাসি। আমি তাঁর প্রকৃত ভক্ত। আমি তার প্রকৃত বাণীর প্রচারক। আমি চাই তাঁর নিয়ে আসা বার্তা-সুখবর সারা বিশ্বের প্রতিটি ঘরে-ঘরে, অলিতে-গলিতে, আনাচে-কানাচে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে। অনেকে-ই তাঁকে চিনে না, জানে না, জানার চেষ্টাও করে না। আমি কুরআন পড়েছি, বাইবেল পড়েছি। আমরা অনেকে যীশু খ্রিস্টের বাইবেলে বর্ণিত জীবনীই জানি। অথচ বাকি আছে আরও অনেক কিছু অজানা। তাই আমি আজ এই বড়দিনে উপহার হিসেবে, জানাতে চাই যীশু খ্রিস্টের অজানা জীবন। যা পেয়েছি পবিত্র কুরআনে। এই পুস্তিকাটিতে দেয়া আছে যীশুর জন্ম, যীশুর মাতা মেরীর সম্পর্কে কুরআন কী বলেছে এবং তাঁর জীবন বৃত্তান্ত। আরও আছে বড়দিনের রহস্য ও তার  প্রকৃত ইতিহাস। পুস্তিকাটি লিখতে গিয়ে সহযোগিতা নিয়েছি, পবিত্র কুরআন ও বাইবেলের এবং ‘যীশু খ্রিস্টের অজানা জীবন’ নামক বইয়ের। বইটি প্রকাশ করতে অনেকে-ই সহযোগিতা করেছেন, তাদের কয়েক জনের নাম না নিয়েই পারছি না। তারা হলেন এম. তালাত, এম.নাসির ও এম.ফজলু সাহেব, এ ছাড়াও মুরশেদ, আনওয়ার, ইসমাঈল, আলী হাসান ও হাসান। সকলকে তাঁর বার্তা ও সুখবরসমূহ পুরো বিশ্বে প্রচার করার সুযোগ দিন, বিশেষ করে আমার বন্ধুবর এম.মিজান সাহেবকে যিনি প্র“ফ দেখে সহযোগিতা করেছেন।  আমিন।  প্রিয় পাঠক! মানুষ মাত্রই ভুল-ত্র“টি। মানুষের ভুল ভাঙ্গাতে তো আল্লাহ যীশুকেও পাঠিয়ে ছিলেন। একমাত্র নবী-রসুল ছাড়া কেউ ভুল-ত্র“টির ঊর্ধ্বে নয়। এই পুস্তিকাটিতে যদি কোনো ভুল দৃষ্টিপাত হয়, আমাদের জানালে খুশি হব। মহান মালিকের কাছে এই দুআ ও মুনাজাত করি, তিনি যেন আমাদের পাঠক-পাঠিকাসহ, সকল মানুষকে সঠিক পথ দেখান এবং কোটি মানুষের সঠিক পথ- প্রাপ্তির মাধ্যম বানান। আমিন।

বিনীত
যুবায়ের আহমদ

Default Ad Content Here

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট

মান্ডা শেষ মাথা, মুগদা, ঢাকা-১২১৪

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

বড় দিনের উপহার
Average rating:  
 0 reviews

Archives

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031