রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

হাদিয়ায়ে দাওয়াত

Author: মুফতি যুবায়ের আহমাদ

Publisher: হিলফুল ফুজুল

Publish Date: 06-Feb-2014

Size: 567 KB

Number of pages: 96

Price: 50 BDT

Free Download Order Now Report!

সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি জ্বিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু তাঁরই এবাদত করার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। পরিপূর্ণ রহমত নাযিল হোক সাহাবায়ে কেরাম ও আজ পর্যন্ত ইসলামের প্রচার-প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ ও ত্যাগে মহিমান্বিত মহামণীষীদের প্রতি।সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি জ্বিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু তাঁরই এবাদত করার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। পরিপূর্ণ রহমত নাযিল হোক সাহাবায়ে কেরাম ও আজ পর্যন্ত ইসলামের প্রচার-প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ ও ত্যাগে মহিমান্বিত মহামণীষীদের প্রতি।প্রিয় পাঠক-পাঠিকা! ২০০৩ সালে দারুল উলূম দেওবন্দে (ভারত)  ভর্তি পরীক্ষা শেষে ইচ্ছে হলোÑ ফলাফল বের হবার আগে আমাদের বুযুর্গদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ দেখে আসি। সেই নিয়তেই প্রথমে নির্বাচন করলাম মুজাফফরনগর জেলার খাতুয়াল্লি থানার ফুলাত নামক সুপ্রসিদ্ধ গ্রামটি। সেখানে রয়েছে শাহ-ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ও শাহ ইসমাঈল শহীদ রহ.Ñএর জন্মভূমি। যেই ঘরে শাহ ওলিউল্লাহ রহ. জন্মগ্রহণ করেছিলেন, সে ঘরটি এখনও সেভাবে বিদ্যমান। আরো রয়েছে দেখার মতো বহু কিছু।  সেখানে গিয়ে একটি খানকায় অবস্থান কালে একজনের সঙ্গে  দেখা হলো। তাঁর সাথে কিছু ক্ষণ আলাপ হওয়ায় আমার কেবলই মনে হচ্ছিল, এমন মানুষ ইতোপূর্বে কখনো দেখিনি। যেমন তাঁর নূরানী চেহারা, তেমনি তাঁর সুন্নতের এত্তেবা। তাঁর অন্তরের একরাশ বেদনা এবং হৃদয়ের তপ্তজ্বালা আমাকে ছুঁয়ে গেল। তাঁর চিন্তা-চেতনা আমাকে ভাবাতুর করে তুলল। পরে জানতে পারলাম, তিনি হলেন একজন বড় দা‘য়ী মুফাক্বিরে ইসলাম হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহ. ও শায়খুল হাদিস যাকারিয়া রহ.-এর বিশিষ্ট খলিফা, হযরত মাওলানা কালিম সিদ্দিকী। তাঁর মাধ্যমে এপর্যন্ত লক্ষাধিক অমুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। তাঁকে আমার খুবই পছন্দ হলো। মনে মনে এমন একজন শায়খকেই সন্ধান করছিলাম। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে মিলিয়ে দিলেন। পরবর্তীতে তাঁর সাথে এসলাহী সম্পর্ক কায়েম করলাম এবং যাওয়া-আসাও চলতে থাকলো। সেসময় হযরত বেশ কিছু বই হাদিয়া দেন, তার মধ্যে একটিÑ হাদিয়ায়ে দাওয়াত। অসাধারণ একটি কিতাব। হযরতের বাংলাদেশে সফর উপলক্ষে খুবই অল্প সময়ে বইটির অনুবাদ করতে শুরু করি, ভালো প্রƒফ দেখারও সময় পাইনি, ফলে প্রচুর পরিমাণ ভুল থেকে যায়। এবার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। আশা করি এবার ভুলের সংখ্যা কম হবে। আমার জন্য সৌভাগ্যের বিষয় হল হযরতের হাতে বইটি উদ্বোধন করা হয়েছে।বইটি প্রকাশের জন্য অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। যাঁদের দুই একজনের নাম না বললেই নয়। তাঁরা হলেন ভাই তালাত মুহাম্মদ তৌফিকে এলাহী, এ.কে.এম ফজলুল করিম সাহেব। আমার ছাত্র  আবুবকর, ইমরান, রেজাউল। এবং প্রƒফ দেখে সহোযোগিতা করেছেনÑ ইশতিয়াক ভাই, আলী হাসান, এমদাদুল হক তাসনিম।  আল্লাহ তা‘আলা সকলের এখলাস ও সৎ নিয়তকে কবুল করে, দীনের দা’য়ী হিসেবে কাজ করার তৌফিক দান করুন।সেই সাথে পাঠকদের খেদমতে বিনীত আরয, মানুষ হিসেবে ভুল থাকাটাই স্বাভাবিক। তাই আপনাদের চোখে কোনো ভুল দৃষ্টিগোচর হলে জানালে খুশি হবো এবং তৃতীয় সংস্করণে ঠিক করে নেবো ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দু’আ করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দা’য়ী হিসেবে কবুল করেন। আমীন।

যুবায়ের আহমদ

Default Ad Content Here

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট

মান্ডা শেষ মাথা, মুগদা, ঢাকা-১২১৪

 

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

হাদিয়ায়ে দাওয়াত
Average rating:  
 0 reviews

Archives

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031