রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
৪,৪৫০ views | আগস্ট ৬, ২০১৭ | ৯:১২ অপরাহ্ণ | সমস্ত তাফসির গ্রন্থ, |
Author: হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
Publisher: মাকতাবাতুল আযহার
Publish Date: 02- Mar-2015
Size: 189 MB
Price: 1092 BDT
এ নামে দুটি তাফসীর গ্রন্থ বিখ্যাত। একটির রচয়িতা মুফতী মুহাম্মাদ শফী রহ.। প্রবীণ আলেমে দীন মাওলানা মুহিউদ্দীন খান সাহেবের সংক্ষিপ্ত অনুবাদেরর কল্যাণে এবং সউদী সরকারের বিনামূল্যে বিতরণের সুবাদে সেই তাফসীরগ্রন্থটি সবার কাছে আজ সুবিদিত ও সুখপাঠ্য।
একই নামের অপর গ্রন্থটির সংকলক, মাওলানা ইদরীস কান্দলভী রহ.। যা উলামায়ে কেরাম, মুহাক্কিকীন ও আসাতিযায়ে কেরামের কাছে অপেক্ষাকৃতভাবে অধিক সমাদৃত। কিন্তু উরদূ ভাষায় রচিত হওয়ার কারণে বাংলাভাষী পাঠকমহল এতো দিন পর্যন্ত তার স্বাদ আস্বাদন করতে পারেননি। বিদেশে প্রকাশিত হওয়ার কারণে কিতাবটি ছিল অনেকটা দুষ্প্রাপ্য।
আশার কথা হলো, মাকতাবাতুল আযহার বইটি নিজস্ব তত্ত্বাবধানে অনুবাদ করিয়ে ছাপার উদ্যোগ গ্রহণ করেছে। স্বার্থক অনুবাদের এ গুরু দায়িত্ব পালন করেছেন মালিবাগ জামিয়ার প্রাক্তন উসতাদ মাও. অছিয়ুর রহমান।
আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, বইটির আগাগোড়া পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ সম্পাদনা করেছেন বিদগ্ধ আলেমে দ্বীন মাও. আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম।
সবচেয়ে খুশির বিষয় হলো, বইটির মাঝে মুফতী শফী সাহেবের মাআরিফুল কুরআনের গুরুত্বপূর্ণ আলোচনা টীকা আকারে সংযুক্ত করা হয়েছে। যা গ্রন্থটির আবেদন বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।
গ্রন্থটি ১০ খণ্ডে প্রকাশিত হচ্ছে।
Submit your review | |