শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
Admin | ৪৫২ views | ফেব্রুয়ারি ২০, ২০১৯ | খৃষ্টবাদ | ১:০২ পূর্বাহ্ণ
খ্রিস্টান প্রচারকদের বলবো, আপনি এদেশে খ্রিস্টধর্ম প্রচার করতে পারবেন না। কারণ, আপনি যে ধর্মীয় গ্রন্থ বাইবেল বা কিতাবুল মোকাদ্দাস মানেন, তাতেই লেখা আছে যে যীশু শুধুমাত্র বনী ইসরাইলদের নিকট প্রেরিত হয়েছেন। যেমন, যীশু বলেন- “আমাকে শুধু বনী ইস্রায়েলের হারানো মেষদের নিকট পাঠানো হয়েছে।
আরো বলা হয়েছে- “তোমরা অইহুদীর নিকট যেয়ো না। বরং ইস্রায়েল জাতির হারানো ভেড়াদের কাছে যেয়ো। ” এ ধর্ম মানতে হলে আপনাদেরকে ইসরাঈলে যেতে হবে। কারণ, সেখানে বনি ইস্রায়েলের লোকজন থাকে বাংলাদেশে না ।