বুধবার, ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাসূল (صلى الله عليه وسلم) -এর সব চেয়ে প্রিয় সুন্নাত কি?

রাসূলুল্লাহ -এর সবচেয়ে বড় সুন্নাত ছিল দাওয়াত। বিশেষত অমুসলিম ভাই-বোনদের মাঝে দাওয়াত। তিনি ১০০ ভাগ অমুসলিমের মাঝে দাওয়াতি কাজ শুরু করেছেন। অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন এবং যারা মুসলমান হয়েছেন, তাদের ইসলাহ ও সংশোধন করেছেন। ঐতিহাসিক বিদায় হজ্বের ভাষণে সাহাবায়ে কেরাম (রা.) জিজ্ঞাসা করলেন, হে রাসূলাল্লাহ , আপনার অবর্তমানে আমাদের কাজ কী? নবী কারীম বললেন, আমার যা কাজ ছিল তোমাদেরও একই কাজ। উত্তর শুনে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে দাওয়াত দিতে ছড়িয়ে পড়লেন। এখন প্রশ্ন হলো তারা বিভিন্ন দেশে সফর করে কাদেরকে দাওয়াত দিয়েছেন? অবশ্যই অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করেছেন এবং লোকেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। মোটকথা, নবীজীর সবচেয়ে বড় আশা ছিল প্রতিটি মানুষ যেন ইসলাম গ্রহণ করে।
তাইতো আল্লাহ তাআলা তাঁর নবীকে সান্তনা দিচ্ছেন-
لعلك باخع نفسك ان لايكونوا مؤمنين
তারা ঈমান আনছে না এই দুঃখে হয়ত তুমি নিজের জীবন শেষ কওে দেবে। -২৬ঃ ৩

আল্লাহ আমাদের অন্তরে উম্মতের দরদ সৃষ্টি করে দিন। উম্মতের ফিকির করার তৌফিক দান করুন। আমিন।

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031