সোমবার, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
Admin | ৩৮১ views | অক্টোবর ১৮, ২০১৯ | মুসলিমদের প্রশ্নোত্তর | ২:৩৭ অপরাহ্ণ
অমুসলিমদের দাওয়াত দেয়ার দায়িত্ব প্রতিটি মুসলমানের। আমরা অনেকে মনে করি এই দায়িত্ব শুধু ওলামায়ে কেরামের। না ভাই! বরং এই দায়িত্ব সকল মুসলমানের। আল্লাহ্্তা‘আলাবলেনÑ ‘‘তোমরা উত্তম জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য’’।
কিন্তু এখানে বলেননি যে, হে ওলামায়ে কেরাম! তোমরা উত্তম জাতি। বরং এখানে সকল মুসলমানদেরকে সম্বোধন করা হয়েছে। রাসূল ইরশাদ করেনÑ“আমার কাছ থেকে একটি বাক্য হলেও মানুষের কাছে পৌঁছে দাও।” এখানে বলা হয়নি, হে ওলামায়ে কেরাম! তোমরা পৌঁছে দাও। উপরে উল্লিখিত আয়াত ও হাদীস দ্বারা বুঝা যায় এই দায়িত্ব সকল মুসলমানের উপর অর্পিত হয়েছে। অতএব বোঝা গেল, আপনি ইঞ্জিনিয়ার হোন, আর ডাক্তার হোন, কৃষক হোন আর দিন-মজুর হোন, যেই হোন না কেন, আপনাকে নিজের আত্মশুদ্ধির চিন্তা করতে হবে এবং অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ্্তা‘আলাঅমুসলিমদের কাছে তাদের হক পোঁছিয়ে দেয়ার তৌফিক দান করুন।