মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রচলিত যৌতুক প্রথা যুগ যুগ ধরে চলে আসা একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় ভেঙ্গে গেছে হাজারো বিয়ে, ঘর-সংসার। হারিয়ে গেছে অসংখ্য প্রাণ। এই প্রথার আবর্তে শুধু অসহায় মেয়েরাই বিপন্ন অবস্থার শিকার হয় না; শিকার হয় কন্যা দায়গ্রস্থ পিতা-মাতা ও পরিবার।
শরীয়তের বিধানে যৌতুক সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ এবং মহাপাপ। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে- ‘তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না এবং জেনে শুনে লোকদের ধন-সম্পদের কিয়দংশ অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকগণকে উৎকোচ দিও না’। (সূরা আল-বাকারা: ১৮৮)
পবিত্র কোরআনে যৌতুক আদান-প্রদানে নিষেধপূর্বক আরো ইরশাদ হয়েছে- আর বিয়ের সময় থেকে আজীবন স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর উপর। বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর তথা উপঢৌকন দেয়ার দায়িত্বও স্বামীর। যেমন- ‘পুরুষরা স্ত্রীলোকদের অভিভাবক, কেননা আল্লাহ তাদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এ কারণেও যে, তারা নিজেদের ধন-সম্পদ থেকে স্ত্রীলোকদের জন্য খরচ করে (যা পুরুষদের উপর অবশ্য কর্তব্য)’। (সূরা আন-নিসা: ৩৪)
যৌতুক লেনদেন এত জঘন্য অপরাধ যে হাদীসে নববীতে রাসূল (সা.) কঠিন বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, যদি কোন ব্যক্তি ফেরত না দেয়ার নিয়তে অর্থপ্রাপ্তির লোভে কোন নারীকে বিয়ে করে, তবে ঐ ব্যক্তি একজন যিনাকারী। আর যে ব্যক্তি ফেরত না দেয়ার নিয়তে কোন ঋণ গ্রহণ করে, তবে ঐ ব্যক্তি একজন চোর। (মিশকাতুল মাসাবিহ)
সুন্নতি বিবাহ বন্ধন যৌতুক বিরোধী বিশেষ প্রচারণা ও গণসচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি দেশের দুস্থ, অসচ্ছল ও গরিব পরিবারের মেয়েদের যৌতুকমুক্ত বিবাহের আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা আশা করি অন্যান্য প্রকল্পের ন্যায় এ প্রকল্প বাস্তবায়নেও হিতাকাঙ্ক্ষী ভাই-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন।
Aminul Islam Aminul Islam
A/c No. 20502740203881204 Account no- 211 151 00 67539
Islami Bank Bangladesh Limited Dutch Bangla Bank, Limited
Pallabi Branch,Dhaka Pallabi Branch,Dhaka
01916122140 বিকাশ পার্সোনাল (whatsapp)
01916122140-8 রকেট