মঙ্গলবার, ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৩ হিজরি
➜ চারটি জিনিস এমন যা লোকের মাঝে পাওয়া গেলে তা হয় সুন্দর, তবে এ চারটি জিনিস অন্য কিছু লোকের মাঝে সুন্দরতম।
১, লজ্জা পুরুষের মাঝে পাওয়া গেলে বাস্তবে তা সুন্দর। কিন্তু নারীদের মাঝে পাওয়া গেলে তা সুন্দরতম।
২, ন্যায়পরায়ণতা যে কোন মানুষের মাঝে সুন্দর। কিন্তু নেতা ও শাসকের মাঝে পাওয়া গেলে তা সুন্দরতম।
৩, বৃদ্ধ ব্যক্তির তওবা করা সুন্দর/ভাল কাজ। কিন্তু তওবা ও নেক আমল যুবকের মাঝে পাওয়া গেলে তা হয় সুন্দরতম।
৪, ধনীদের দান করা সুন্দর/ভাল কাজ। কিন্তু দরিদ্রদের দান করাটা হচ্ছে সুন্দরতম।
➜ তেমনিভাবে চারটি জিনিস এমন যা লোকের মাঝে পাওয়া গেলে তা নিকৃষ্ট কাজ, কিন্তু কিছু লোকের মাঝে তা নিকৃষ্টতম।
১, যুবকের গুনাহ করা নিকৃষ্ট কাজ।
কিন্তু কোন বৃদ্ধ তা করলে হয় নিকৃষ্টতম কাজ।
২, মূর্খ ব্যক্তির দুনিয়াবি মোহ নিকৃষ্ট কাজ।
কিন্তু জ্ঞানী ব্যক্তির দুনিয়া মোহ নিকৃষ্টতম কাজ।
৩, অনুগত্য ও ইবাদতে অলসতা যে কোন মানুষের জন্য নিকৃষ্ট কাজ। কিন্তু তা ইলমে দ্বীনের অনুসন্ধানি ও উলামায়ে কিরামের জন্য তা নিকৃষ্টতম কাজ।
৪, ধনীদের অহংকার নিকৃষ্ট কাজ। কিন্তু দরিদ্র ব্যক্তির অহংকার করা নিকৃষ্টতম কাজ।
“কথা বললেই একটি মানুষকে চেনা যায়-যেহেতু প্রতিটি মানুষ তার জিহ্বার নিচে গোপন থাকে”
——– হজরত আলী (রাঃ)