রবিবার, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হজ্বের সফর, হোক গুনাহমুক্ত – শায়েখ হাসান মুহম্মদ জামিল (দাঃবাঃ)

প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: الحج المبرور ليس له جزاء الا الجنة, মাবরুর হজ্বের বিনিময় একমাত্র জান্নাত।
মাবরুর মানে যে হজ্ব আল্লাহ কবুল করেছেন।
কার হজ্ব আল্লাহর কাছে গ্রহণযোগ্য তা তো তিনিই জানেন। তবে ওলামাদের এ বিষয়ে একটি মত হচ্ছে, যে সফরে কোন গুনাহ হয়নি, সমস্ত আহকাম যথাযথভাবে আদায়ের সাথে সাথে পুরো সফরটা ছিল গুনাহমুক্ত।
অনেকের কাছে বিষয়টি বিস্ময়কর হতে পারে-হজ্বের সফরে আবার কীসের গুনাহ!
হাজারো গুনাহ থেকে কিছু গুনাহ নিয়েই বলছি।
ক. নতুন দেশ নতুন পরিবেশ, পৃথিবীর বিভিন্ন কোন থেকে আসা বিচিত্র মানুষ দেখে অনেকের কৌতূহল তাদের নিয়ে, আল্লাহর যমিনে কত বিচিত্র মানুষের বসবাস! সাদা-কালো, কতো রঙ কতো ঢং। একসময় তার অজান্তেই চোখ গুনাহ কামাতে থাকে! যার দিকে তাকানো হারাম, তার চেহারায় রবের কুদরত খুঁজতে খুঁজতে একসময় হারিয়ে যায় প্রবৃত্তির চোরাবালিতে! (আলইয়াযুবিল্লাহ)

খ. অবসর কাটে, কষ্টপরবর্তি অবসরে আড্ডা জমে বেশ।
শুরু হয় ঠগ-জিতের আলোচনা- পর্যালোচনা! পাশের বাংলাদেশীকে জিজ্ঞেস করা ‘কত দিয়ে আসছেন’ যেন হজ্বের অন্যতম রোকন! যদি জানতে পারে তারচেয়ে কম, হোটেলে এসে ট্রাভেলস মালিকের গোষ্ঠী উদ্ধার না করতে পারলে কি আর হজ্ব কবুল হয়!
মিডিয়াম্যানদের গালাগালি এটাও খুব গুরুত্ববহ! যেন কিছু পয়সা এভাবেই উসূল হচ্ছে!
সমালোচনা করে করে তাদের গুনাহগুলো নিজের ভান্ডারে ভরে বাড়ী ফিরে প্রায় সব হাজ্বী সাহেব।

Default Ad Content Here

গ. ক্লান্তি যখন ভর করে তখন অনেক হতভাগা ঘরেই নামাজ সেরে নেয়!
মক্কা বা মদীনায় অবস্থানকালীন হারামে জামাতে নামাজ না পড়ার মতো দুর্ভাগ্য আর কী হতে পারে!

ঘ. মেয়েদের হজ্ব ফরজ হওয়ার পূর্বশর্ত উপযুক্ত মাহরাম সঙ্গী থাকা। অথচ অনেক বোন সেখানে গিয়ে মাহরাম ছাড়াই ঘুরেন মার্কেটে!

ঙ. আমল বাদ দিয়ে মার্কেটমুখি হওয়াও বড় অপরাধ।

চ. সামান্য ব্যাপার নিয়ে সঙ্গীদের সাথে ঝগড়া জড়িয়ে যাওয়াও একটা মহামারি, প্রায় সবাই জড়িয়ে যায়, এটা অপরাধ।

ছ. হালাল হওয়ার প্রাক্যালে মাথা মুন্ডানোর সময় দাড়িটাও ছেঁটে নেন বহু ভাই, আপনার চেহারাই তো স্বাক্ষী দিচ্ছে আপনার হজ্ব কবুল হয়নি।

জ. সেলফীমুক্ত হোক আমাদের হজ্ব। যাঁর ডাকে সাড়া দিয়ে গেলাম হজ্বে, সেই মহান সত্তা রাব্বুল আলামীন দেখলেই চলবে।

সম্মানিত হজ্বপালনকারী ভাই-বোনেরা, আপনার হজ্বকে মকবুল বানাতে পুরো সফরটাকে করুন গুনাহমুক্ত, জান্নাত আপনার অপেক্ষায়।

Archives

April 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930