শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
মায়ানমারের আরাকান রাজ্যে মুসলমানদের ওপর বর্বরোচিত নির্যাতন ও অব্যাহত গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশের সিমান্ত এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের প্রয়োজনীয় ত্রাণ সাহায্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছানোর জন্য হেফাজতে ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটি গঠন করা হয়েছে।
হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইনসাফ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পাঁচ সদস্যের ত্রাণ কমিটির আহবায়ক করা হয়েছে হেফাজত মহাসচিব ও বিশ্বের অন্যতম প্রধান ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী’র সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।
সদস্য হিসেবে আছেন হেফাজতের যুগ্ম মহাসচিব- মাওলানা লোকমান হাকীম, যুগ্ম মহাসচিব মাওলানা সলিমুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী ও মাওলানা আবুল হাসান।
এছাড়া হেফাজতের সকল শাখা কমিটি স্থানীয়ভাবে ত্রাণ সংগ্রহ করে রোহিঙ্গা নির্যাতিতদের নিকট দ্রুত পৌঁছিয়ে দেয়ার জন্য সর্বস্তরের দায়িত্বশীল, ওলামায়ে কেরাম ও জনসাধারণের প্রতি আহবান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।